eaibanglai
Homeএই বাংলায়ইন্দাস থেকে বিদেশী পাখি উদ্ধার

ইন্দাস থেকে বিদেশী পাখি উদ্ধার

সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়ার ইন্দাস থেকে একটি বিদেশী পাখি উদ্ধার করল পাত্রসায়র বনদপ্তরের কর্মীরা । বনদপ্তর সূত্রে জানা গেছে পাখিটির নাম ওয়েস্টার্ন সোয়ামফেন বার্ড, বাংলায় যাকে বলে কাইম, সুন্দরী বা কালিম । মূলত এই পাখিটি পাওয়া যায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও স্পেনে ।

জানা গেছে ইন্দাস এলাকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বনদপ্তর খবর পায় ওই এলাকায় একটি বিদেশী পাখিকে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পাত্রসায়ের বনদপ্তরের কর্মী ও আধিকারিকরা এবং সুস্থ অবস্থায় পাখিটিকে উদ্ধার করে বনদপ্তরে নিয়ে নিয়ে যায় ।

পাত্রসায়র রেঞ্জ অফিসার জানান, রাত্রি প্রায় ১১.৪০ মিনিট নাগাদ পাখিটিকে উদ্ধার করা হয় । পাখিটি বর্তমানে সুস্থ আছে। সাময়িক নজরদারির পর পুনরায় পাখিটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments