নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– গাছকে বাঁচিয়ে সবুজায়নের মাধ্যমে প্রকৃতির ভারসাম্য রক্ষা ও দূষণ থেকে প্রকৃতি তথা এই পৃথিবীর প্রাণীকুলকে রক্ষা করতে প্রতি বছর জুলাই মাসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বন দপ্তরের উদ্যোগে পালিত হয় বন মহোৎসব বা অরণ্য সপ্তাহ। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যজুড়ে নানা সংগঠন প্রতিষ্ঠানের হাত ধরে চলে বৃক্ষরোপন সহ ননা সচেতনতা মূলক অনুষ্ঠান।
গত ১৪ জুলাই থেকে বন দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে অরণ্য সপ্তাহ। আগামী ২০ জুলাই পর্যন্ত এক সপ্তাহ ব্যাপী ধরে চলবে এই কর্মসূচি। এই অরণ্য সপ্তাহ উপলক্ষে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার দুর্গাপুরের ২৭ নাম্বার ওয়ার্ডের বিধান নগরের সেক্টর টু সি ময়দানে ২০০ টি গাছ লাগানো হয়।
উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভা প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা, দুর্গাপুর মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্য মনি চৌধুরী, ই এস আই হাসপাতালের চিকিৎসক কবিতা চৌধুরী সহ বিশিষ্টজনেরা।