eaibanglai
Homeএই বাংলায়জমি সংক্রান্ত বিবাদের জেরে বাড়ির সদস্যকে পিটিয়ে খুনের অভিযোগ, ধৃত ২

জমি সংক্রান্ত বিবাদের জেরে বাড়ির সদস্যকে পিটিয়ে খুনের অভিযোগ, ধৃত ২

সংবাদদাতা,বাঁকুড়াঃ– জমি সংক্রান্ত বিবাদের জেরে বাড়ির সদস্যকে লাঠি দিয়ে পিটিয়ে পাথর দিয়ে থেঁতলে খুনের অভিযোগে গ্রেফতার দুই। বাঁকুড়ার সিমলাপাল থানার মণ্ডলগ্রাম অঞ্চলের অড়রা গ্রামের ঘটনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার বিকেল নাগাদ সিমলাপাল থানার অড়রা গ্রামে বাস্তুজমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে বাড়ির মহিলাদের মধ্যে বচসা বাঁধে দুই পক্ষের। পরে বচসা থেকে পরিবারের একাধিক সদস্যদের মধ্যে হাতাহাতি ও মারপিট শুরু হয়। সেই সময় অভিযুক্ত অশ্বিনী দূলে সহ বেশ কয়েকজন আদিত্য দূলের মাথায় লাঠি ও পাথর দিয়ে আঘাত করে। আঘাতের সাথে সাথে আদিত্য দুলে মাটিতে লুটিয়ে পড়ে এবং তার মাথা ফেটে ব্যাপকহারে রক্তপাত হতে থাকে। ঘটনায় অন্যপক্ষের কয়েকজনও আহত হন। পরে দুপক্ষেরই আহতদের নিয়ে যাওয়া হয় সিমলাপাল ব্লক হাসপাতালে এবং সেখানে প্রাথমিক চিকিৎসার পর সকলকে স্থানান্তর করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে চিকিৎসার পর অন্যদের ছেড়ে দেওয়া হলেও আদিত্য দুলেকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। এবং কলকাতার একটি সরকারি হাসপাতালে শনিবার সকালে আদিত্য দুলের মৃত্যু হয় ।

অন্যদিকে আদিত্য দুলের মৃত্যুর খবর পেয়েই শনিবার তার ভাই বংশী দুলে সিমলাপাল থানায় পরিবারের আটজনের নামে এবং বেশ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে এদিন দুপুরেই সিমলাপাল থানার পুলিশ অশ্বিনী দুলে ও মমতা দুলে নামে দুই জনকে গ্রেফতার করে। বাকিদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে সিমলাপাল থানার পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments