নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– দুর্গাপুর শিল্পাঞ্চলের বাম আন্দোলনের অন্যতম নেতা মনোজ কান্তি দাস আজ ভোর রাত্রে পরলোক গমন করেছেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। দুর্গাপুর শিল্পাঞ্চলের ইস্পাত নগরী বি-জোনের জয়দেব অ্যাভিনিউ বসবাস করতেন তিনি দীর্ঘ কয়েক দশক ধরে। পারিবারিক সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরে মনোজ বাবু বার্ধক্য জনিত নানা সমস্য়ায় ভুগছিলেন। আজ ভোররাত্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী হিসেবে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে কর্মস্থায় থাকাকালীন বাম আন্দোলনকে জোরদার করার লক্ষ্যে কাজ করে গিয়েছিলেন । ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দলের হয়ে তিনি প্রতিনিধিত্ব করেছেন একাধিক বার । মূলত এস ইউ সি আই দলের সাথে যুক্ত থাকলেও তিনি বাম আন্দোলনের অন্যতম নেতা হিসেবে দুর্গাপুরে পরিচিতি লাভ করেছিলেন । তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে দলের পক্ষ থেকে। আজ দুর্গাপুরের এ-জোনের দয়ানন্দ রোডের পার্টি অফিসে তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত হয়েছিলেন একাধিক দলের একাধিক কর্মী সমর্থকরা। এদিন তাঁর মরদেহতে মাল্যদান করে তার স্মৃতির উদ্দেশ্যে স্লোগান দেওয়া হয়।
চ্যানেল ‘এই বাংলায়’ পক্ষ থেকেও বিশিষ্ট এই বাম নেতার মরদেহে মাল্যদান করেন সম্পাদক মনোজ সিংহ। এদিন তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল বেনাচিঠিতে অবস্থিত এসইউসিআই এর কার্যালয়ে। সেখানে তাঁর মরদেহে মাল্যদান করেন একাধিক বাম নেতা কর্মী সহ সাধারণ মানুষ। আজ দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন তাঁর সহকর্মীরা । বিশিষ্ট এই বাম নেতা মনোজ কান্তি দাসের প্রয়াণে শোকাহত গোটা বাম সমর্থিত দলের কর্মী সমর্থকরা।