eaibanglai
Homeএই বাংলায়অন্যরকম জন্মদিন পালন সমাজমাধ্যম গ্রুপের

অন্যরকম জন্মদিন পালন সমাজমাধ্যম গ্রুপের

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:– একেবারে অন্যরকমভাবে জন্মদিন পালন। সামাজিক মাধ্যমের গ্রুপের সদস্যরা তাদের গ্রুপের জন্মদিনের আনন্দ ভাগ করে নিলেন বৃদ্ধাশ্রমের আবাসিকদের সাথে। দিলেন আগামীদিনে পাশে থাকার বার্তা।

“বন্ধুত্বের স্নেহের বন্ধন’ একটি সামাজিক মাধ্যম গ্রুপ। ২০২১ সালের ২১ জুলাই কয়েক জনের উদ্যোগেই যার সূচনা হয়েছিল। তারপর হাঁটি হাঁটি পা পা করে সেই গ্রুপ আজ দুই বছরে পা দিয়েছে। আর সেই দু’বছর পূর্তির আনন্দ বৃদ্ধা শ্রমের আবাসিকদের সাথে ভাগ করে নিলেন ওই গ্রুপের সদস্যরা।

গ্রুপের সমস্ত এডমিন, মডারেটররা সিদ্ধান্ত নেন দিনটি একটু অন্যরকম ভাবে কাটবেন। তই তারা বেছে নেন বাঁকুড়ার অমর সেবা সংঘ বদ্ধাশ্রমকে। সেখানে কেক কেটে গ্রুপের জন্মদিন পালন করা হয়। পাশাপাশি ওই বৃদ্ধাশ্রমের সকল আবাসিকের মধ্যাহ্নভোজন ও মিষ্টি মুখের আয়োজন করা হয়। শুধু তাই নয় আগামী কয়েক দিনের জন্য তেল ডাল রান্নার বিভিন্ন রকম মসলা বিস্কুট সহ খাদ্য সামগ্রী আবাসিক দের হাতে তুলে দেওয়া হয়। আর এই ভালোবাসার ছোঁয়া পেয়ে বৃদ্ধাশ্রমের আবাসিকরা যেমন খুশি হন তেমনই আবাসিক দের হাসি কান্নার সঙ্গী হতে পেরে রীতিমতো উচ্ছ্বসিত “বন্ধুত্বের স্নেহের বন্ধন” গ্রুপের সদস্যরা।

সামাজিক মাধ্যমের গ্রুপের এমন মানবিক উদ্যোগ সত্যিই অভিনব। এই গ্রুপ বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক মাধ্যমে।তাতে অংশ নেন গ্রুপের সদস্যরা। সেখানে থাকে সাহিত্য চর্চা থেকে বিনোদন সহ বিভিন্ন বিষয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments