সংবাদদাতা,বাঁকুড়াঃ– সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন থেকে শুরু করে ভোটের গণনার দিন এমনকি ভোট মিটে যাওয়ার পরও হিংসার ঘটনা ঘটেই চলেছে রাজ্যে। পুরো নির্বাচন পক্রিয়ায় অন্তত ৪১ জনের প্রাণ গেছে। তাই নির্বাচনের পরেও হিংসা থামাতে জায়গায় জায়গায় চলছে কেন্দ্রীর বাহিনীর রুট মার্চ।
শনিবার বাঁকুড়া জেলায় ইন্দাস ব্লকের ভোট পরবর্তী হিংসা রুখতে ইন্দাস থানা আকুই আউটপোস্টের ইনচার্জ শিবনাথ মুর্মুর নেতৃত্বে এলাকা জুড়ে রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এদিন আকুই ইউনিয়ন স্কুল থেকে শুরু করে আকুই গার্লস স্কুল হয়ে আকুই ফাঁড়ি মোড় হয়ে আকুই বাজার স্কুল বাজার হয়ে আবার আকুই ইউনিয়ন হাই স্কুলের শেষ হয় রুট মার্চ।
এদিন কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ দেখার জন্য এলাকায় রাস্তার দুপাশে মানুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।