eaibanglai
Homeএই বাংলায়তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালিত

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালিত

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বাংলা সাহিত্য জগতের অন্যতম কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালিত হল ২২ জুলাই ২০২৩ অপরাহ্নে, দুর্গাপুরের বিপিনচন্দ্র পাল সভাগৃহে, তাঁরই পৌত্র সৌম্যশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং পৌত্রবধূ মীনাক্ষী বন্দোপাধ্যায় এর উদ্যোগে। ‘সুরঙ্গম’ সংস্থার শিল্পীদের বেদ গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। অনুষ্ঠানে তারাশঙ্করের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কিত আলোচনায় অংশ নেন শিল্প ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সত্যম রায়চৌধুরী, টেকনো ইন্ডিয়া গ্রুপ ও আজকাল পত্রিকার কর্ণধার মৌ রায়চৌধুরী, মিত্র ও ঘোষ প্রকাশনার অন্যতম কর্ণধার নূর ইসলাম, অনন্য কথাশিল্পী প্রচেত গুপ্ত, বিশিষ্ট সাহিত্যিক বিপুল দাস, রাঢ় বাংলার সাহিত্য প্রতিভা উৎপল মান। আয়োজকদের পক্ষ থেকে ২০২৩ সালের ‘গণদেবতা’, ‘সপ্তপদী’ এবং ‘রাইকমল’ পুরস্কার প্রদান করা হয় যথাক্রমে প্রচেত গুপ্ত, বিপুল দাস ও উৎপল মান কে। প্রকাশিত হয় ‘হাঁসুলি’ সাহিত্য পত্রিকা ‌ অনুষ্ঠানে মুখ্য অতিথির আসন অলংকৃত করেন দুর্গাপুরের মুখ্য নগর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সূর্য্য মাইতি। বীরভূমের ‘সংস্কৃতি কাহিনী’ সংস্থার সদস্যরা তারাশঙ্করের কাহিনী অবলম্বনে রচিত ‘আখড়াইয়ের দীঘি’ নাটকটি মঞ্চস্থ করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments