নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- প্রতিবছর দুর্গাপুরের যে বড় দুর্গাপুজো কমিটি গুলির পুজো জেলার মধ্যে নজর কাড়ে তাদের মধ্যে অন্যতম অগ্রণী সাংস্কৃতিক পরিষদের দুর্গাপুজো। নতুন নতুন ভাবধারা ও থিম মানুষের দৃষ্টি আকর্ষন করে। এবার তামিলনাড়ুর রামেশ্বরমের বিখ্যাত রামানাথস্বামী মন্দিরের আদলে হতে চলেছে দুর্গাপুরের অগ্রণী সাংস্কৃতিক পরিষদের দুর্গাপুজো মণ্ডপের থিম। প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয় করে হতে চলেছে এই পুজো মণ্ডপ। যা দর্শনার্থীদের মনে অন্য জায়গা করে নেবে বলে আশাবাদী পূজা উদ্যোক্তারা।
এবার ছাপ্পান্নতম বর্ষে পদার্পণ করলো অগ্রণী সাংস্কৃতিক পরিষদের দুর্গাপুজো। শনিবার খুঁটি পূজার মাধ্যমে শুরু হল চলতি বছরের পুজোর প্রস্তুতি। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার সহ দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক বোর্ডের সদস্যরা। মন্ত্রী প্রদীপ মজুমদার এদিন বলেন, “প্রতিবছর এই পুজো উদ্যোক্তাদের থিম দর্শনার্থীদের মনে অন্য জায়গা করে নেয়। এবারেও সকলের মন জয় করে দক্ষিণবঙ্গের পুজোগুলির মধ্যে অন্যতম জায়গা করে নেবে এই পুজো।”