নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– রাজ্যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে গতি আনতে জেলায় জেলায় এম.এস.এম.ই প্রশিক্ষনের আয়োজন করছে রাজ্য সরকার । মঙ্গলবার দুর্গাপুরের সিটিসেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে এরকমই একটি প্রশিক্ষন কর্মসূচির আয়োজন করা হয়েছিল। যেখানে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পপতিদের সঙ্গে নিয়ে এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এবং বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ চলে।
কীভাবে অতি সহজেই ক্ষুদ্র ব্যবসা শুরু করা যেতে পারে, কীভাবে সহজে ঋণ পেতে পারেন বেকার যুবক যুবতীরা সেই বিষয়গুলি তুলে ধরা হয় এদিনের শিবিরে।
এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী প্রদীপ মজুমদার,পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস অরুণ প্রসাদ, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকরা। এদিনের অনুষ্ঠান থেকে মন্ত্রী দাবি করেন এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে এলাকায় এলাকায় বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ কর দিচ্ছে রাজ্য সরকার।