eaibanglai
Homeএই বাংলায়নিয়োগে দুর্নীতি কাণ্ডে বাঁকুড়ার সাত শিক্ষককে তলব সিবিআই-এর

নিয়োগে দুর্নীতি কাণ্ডে বাঁকুড়ার সাত শিক্ষককে তলব সিবিআই-এর

সংবাদদাতা, বাঁকুড়াঃ- রাজ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডে অর্থের বিনিময়ে চাকরি পাওয়ার অভিযোগে মুর্শিদাবাদের চার প্রাথমিক শিক্ষককে গ্রেফতারের পর এবার বাঁকুড়ার সাত প্রাথমিক শিক্ষককে তলব করল সিবিআই। বুধবার তাদের চাকরী সংক্রান্ত প্রয়োজনীয় নথি নিয়ে কলকাতায় সিবিআইয়ের দফতরে অর্থাৎ নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়েছে।

প্রসঙ্গত গত সোমবার শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডে মুর্শিদাবাদের চার প্রাথমিক শিক্ষককে গ্রেফতার করে সিবিআই। ওই চার শিক্ষকই মুর্শিদাবাদের নবগ্রামে স্কুলে শিক্ষকতা করতেন। গ্রেফতারের পর আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তাদের পেশ করা হলে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। সেই নির্দেশ অনুসারে ধৃতদের প্রেসিডেন্সি সংশোধনাগারে রাখা হয়। অন্যদিকে বাঁকুড়ার জেলার যে সাত জন প্রাথমিক শিক্ষককে তলব করা হয়েছে, তারা শালতোড়া পশ্চিম, ওন্দা দক্ষিণ, বিষ্ণুপুর, রানিবাঁধ উত্তর, তালড্যাংরা পূর্ব, সারেঙ্গা এবং বাঁকুড়া সদর পশ্চিম চক্রের অন্তর্গত বিভিন্ন প্রাথমিক স্কুলে কর্মরত। এই সাত জনই ২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৭ সালে নিয়োগপত্র পেয়েছিলেন বলে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সূত্রে জানা গেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments