eaibanglai
Homeএই বাংলায়রবীন্দ্রপ্রয়াণ দিবস উদযাপন এবং ডঃ বিধানচন্দ্র রায়ের নামাঙ্কিত প্রেক্ষাগৃহের নব রূপায়ণ

রবীন্দ্রপ্রয়াণ দিবস উদযাপন এবং ডঃ বিধানচন্দ্র রায়ের নামাঙ্কিত প্রেক্ষাগৃহের নব রূপায়ণ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর নগর নিগম এর উদ্যোগে রবীন্দ্রনাথের প্রয়াণবার্ষিকী উদযাপিত হল ৮ই আগস্ট,২০২৩ মধ্যাহ্নে নিগমের নবরূপায়িত শীততাপ নিয়ন্ত্রিত প্রেক্ষাগৃহে। প্রেক্ষাগৃহ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের সমবায় ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। সঙ্গে ছিলেন দুর্গাপুরের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রায় তিন ঘন্টা ব্যাপী অনুষ্ঠানে সংগীত, নৃত্য, আবৃত্তি ইত্যাদি পরিবেশন করেন বুদ্ধদেব সেনগুপ্ত, রুমা দাস,চন্দ্রিমা সরখেল, বিপ্লব মুখোপাধ্যায়, গৌতম চক্রবর্তী, মিতা চৌধুরী, মনীষা ভট্টাচার্য্য, অম্বিকা ভান্ডারী,পরমা বন্দ্যোপাধ্যায়,মন্দাকিনী চৌধুরী প্রমুখ প্রায় ৫০ জন বিশিষ্ট ও সুপরিচিত শিল্পী। উদ্বোধনী সংগীত পরিবেশিত হয় সম্মেলক কন্ঠে- পরিবেশন করেন দুর্গাপুর রম্যবীণার শিল্পীবৃন্দ। আন্তর্জাতিক খ্যাতি অর্জনকারী চিত্রকর সোমনাথ অধিকারী প্রেক্ষাগৃহের নব রূপায়ণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেন। আয়োজকদের পক্ষ থেকে তাঁকে এবং অংশগ্রহণকারী প্রত্যেক শিল্পীকে সুদৃশ্য স্মারক প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments