eaibanglai
Homeএই বাংলায়বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মূর্তি তৈরি করে নজর কাড়লেন তরুণ শিল্পী

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মূর্তি তৈরি করে নজর কাড়লেন তরুণ শিল্পী

সংবাদদাতা,বাংকুড়াঃ– বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি বেশ পরিচিত মুখ। রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক নির্দেশের জেরে প্রায় দিনই তাঁর নাম উঠে আসে সংবাদ শিরোনামে। তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বেশ রাশভারী চেহারা, মোটা গোঁফ- আর হুবহু তাঁর সেই রাশভারী চেহারা একেবারে উঠে এসেছে মাটির মূর্তিতে। ইদানিং তাঁর আবক্ষ মূর্তি তৈরি করে সাড়া ফেলে দিয়েছেন বাঁকুড়ার রাইপুরের মটগোদা সংলগ্ন শিয়ালাবাইদ গ্রামের তরুণ শিল্পী তন্ময় সিংহ মহাপাত্র। সম্প্রতি বোলপুরের একটি কর্মশালায় যোগ দিয়ে সহযোগীদের সঙ্গে নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মূর্তিটি তৈরি করেন মেদিনীপুর আর্ট কলেজের তৃতীয় বর্ষের ছাত্র তন্ময়।

কিন্তু হঠাৎ করে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মূর্তি তৈরির কথা মাথায় এল কেন? এই প্রশ্নের উত্তরে তন্ময় জানান, মূলত অভিজিৎবাবুর কাজকে সমর্থন ও সম্মান জানাতেই তাঁর এই ভাবনা।

তন্ময়ের ইচ্ছা ফাইবার কাস্টিং শেষে তাঁর তৈরি মূর্তিটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া। তবে সেই বাসনা আদৌ পূরণ হবে কিনা সে তো সময়ই বলবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments