eaibanglai
Homeএই বাংলায়গাফিলতিতে নবজাতকের মৃত্যুর অভিযোগে উত্তেজনা

গাফিলতিতে নবজাতকের মৃত্যুর অভিযোগে উত্তেজনা

সংবাদদাতা,আসানসোলঃ– গাফিলতিতে নবজাতকের মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়াল আসানসোলের বার্নপুরে। কর্তব্যরত চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় বিক্ষুব্ধরা।

ঘটনা প্রসঙ্গে জানা যায়, শনিবার প্রসব যন্ত্রনা নিয়ে সেইল আইএসপির বার্নপুর হাসপাতালে ভর্তি হন আইএসপির বিওএফ সিসিপির ক্রেন অপারেটর নীতীশ কুমার সিং-এর স্ত্রী এবং একটি কন্যা সন্তানের জন্ম দেন। কিন্তু রবিবার ওই সদ্যোজাতের মৃত্যু হয়। মৃতের পরিবার পরিজনের অভিযোগ সদ্যোজাতের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে বার বারা তারা অন্যত্র স্থানান্তর করার জন্য আবেদন জানাতে থাকেন, কিন্তু সেই আবেদনে সাড়া দেওয়া হয়নি। অবশেষে ওই সদ্যোজাতকে অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এরপরই ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয় পরিজনেরা। কর্তব্যরত চিকিৎসকের শাস্তির দাবিতে শহরের টানেল গেট মোড়ে ডিরেক্টর ইনচার্জের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। সেখানে আইএনটিইউসি নেতা অজয় ​​রায় বলেন, “হাসপাতাল প্রশাসনের গাফিলতির কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। পুরো বিষয়টির সঠিক তদন্ত হওয়া উচিত।” পাশাপাশি দোষী চিকিৎসকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া দাবি তোলেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments