নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রবিবাসরীয় সকালে শহরে বিশেষ সামাজিক বার্তা নিয়ে সাইকেল র্যালির আয়োজন করেছিল স্বেচ্ছাসেবী সংগঠন- উত্তিস্থা জাগ্রত, জাগ নারী ট্রাস্ট ও বিধান স্মৃতি মঞ্চ। প্রায় ৩৫০ জন এই র্যালিতে অংশগ্রহণ করেছিলেন। দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ থেকে র্যালিটি শুরু করে শেষ হয় বিধান নগরের সেক্টর টু -সির মাঠে।
সাইকেল ফর র্যাগিং ফ্রি ক্যাম্পাস, সাইকেল ফর গ্রীন ও সাইকেল ফর কমিউনাল হারমনি-মূলত এই তিনটি সামাজিক বার্তাকে সামনে রেখেই এদিনের এই বিশেষ কর্মসূচি বলে জানান উদ্যোক্তারা। উদ্যোক্তাদের অন্যতম উত্তিস্থা জাগ্রতর প্রতিষ্ঠাতা তথা ইএসআই হাসপাতালের চিকিৎসক উদয়ন চৌধুরী এদিন বলেন, “ভারতবর্ষে কমিউনাল ভায়োলেন্স দিন দিন বাড়ছে। কেউ হিন্দু, ক্রিশ্চিয়ান বা মুসলিম হোক, ধর্ম নির্বিশেষে ভারতবর্ষ সবার। এই বার্তাই সকলের কাছে পৌঁছে দিতে হবে। পাশাপাশি যাদবপুরে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দাজনক ও মর্মান্তিক। এই ধরণের ঘটনা রুখতে র্যাগিং ফ্রি ক্যাম্পাস, র্যাগিং ফ্রি সমাজ ও র্যাগিং ফ্রি ইউনিভার্সিটি গড়তে হবে। আর উন্নয়নের নামে গাছ বা কোনও জঙ্গল কাটা যাবে না। এই সকল বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে মানুষকে বিষয়গুলি নিয়ে সজাগ করতেই এদিনের এই সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে।”
এদিনের এই বিশেষ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন দুর্গাপুর পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা।