eaibanglai
Homeএই বাংলায়ডায়রিয়ার প্রকোপ নিয়ে বিশেষজ্ঞদের মতামত

ডায়রিয়ার প্রকোপ নিয়ে বিশেষজ্ঞদের মতামত

শুভ্রাচল চৌধুরী,বাঁকুড়া:- ভয়ংকর ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে বাঁকুড়া জেলা জুড়ে। ইতিমধ্যেই জেলায় ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা গেছেন চারজন। বর্ষাকালে বেশিরভাগ মানুষই কমবেশি ভুগছেন ডায়রিয়ার প্রকোপে। এই পরিস্থিতিতে জেলার বিশেষজ্ঞরা ডায়রিয়ার নিয়ে জানালেন তাঁদের মাতমত।

বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডক্টর সপ্তর্ষি চ্যাটার্জি জানাচ্ছেন সদ্যোজাত শিশুদের ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। জন্মের সময় থেকে ছয় মাস, এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশুদের ক্ষেত্র এবং এই সময় মাতৃ দুগ্ধ ছাড়া অন্য কিছু খাওয়ানো যাবে না ছোট্ট শিশুকে। তাছাড়াও সরকার থেকে যে যে প্রতিষেধক নিতে বলা হয়েছে সেগুলি সময়মত নিতে হবে।

অন্যদিকে বাঁকুড়া এমন একটি জেলা এই জেলার ভৌগোলিক অবস্থানের কারণে সামান্য সমতল, মালভূমি এবং পাহাড়ি অঞ্চল দেখা যায়। স্থান অনুযায়ী জলের ওপর কোনো প্রভাব পড়ে কিনা সেই প্রশ্নের উত্তরে বাঁকুড়া খ্রিস্টান কলেজের এসোসিয়েট প্রফেসর সুব্রত পান জানান, মাটির নিচের জল সবসময়ই পানযোগ্য যদি তা যথেষ্ট গভীরের জল হয়। তবে বর্ষাকালে মাটির নিচের জল পর্যন্ত হয়ে যেতে পারে দূষিত এবং সংক্রমিত। অর্থাৎ বর্ষাকালে গভীর কুয়োর জল পানের অযোগ্য এবং ডায়রিয়ার কারণ হতে পারে। তিনি বলেন, “বর্ষাকালের কুয়োর জল মোটামুটি ভর্তি হয়ে যায়, যদি কুয়োর পাশে কোন বড় পুকুর থাকে এবং সেই পুকুরের জল দূষিত হয় তাহলে, পুকুরের জল এবং কুয়োর জল মিশে যায় এবং দূষিত হয়।”

এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকরা জানাচ্ছেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে ডায়রিয়া খুব সহজেই সেরে ওঠে কিন্তু যে সকল ব্যক্তি যে কোনো ক্রনিক ডিজিজে আক্রান্ত তাদের ক্ষেত্রে সামান্য ডায়রিয়াও একটি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছে দিতে পারে। কিডনির অসুস্থতা কিংবা সুগার থাকলেও সেই সম্ভাবনা বেড়ে যায় দ্রুততার সঙ্গে। এরকম ব্যাক্তিদের ডায়রিয়ার উপসর্গ দেখা দিলেই দ্রুততার সঙ্গে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে।

বর্ষা বিদায় নিলেও জেলায় থামেনি বৃষ্টি, কমেনি বর্ষা জনিত রোগের প্রকোপ। এই রোগ গুলির মধ্যে অন্যতম হল ডায়রিয়া। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন সচেতনতার অভাবেই ডায়রিয়া দেখা দেয়। তাই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চার জনের মৃত্যুতে জেলার সাধারণের মধ্যে সচেতনতার সঞ্চার নিয়ে থেকে যাচ্ছে নানা প্রশ্ন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments