নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুর মহকুমার কাঁকসা ব্লকে বাঁধ সংস্কার এবং জলাশয় খনন নিয়ে দুর্নীতির অভিযোগে সরব হল এলাকার চাষীরা। আর তাদের সমর্থন জানিয়ে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে সুর চড়াল বিজেপি।
প্রসঙ্গত চলতি ২০২২-২৩ অর্থবর্ষে কাঁকসা ব্লকরে সরস্বতী গঞ্জের চাষীদের সুবিধার্থে বাঁধ সংস্কার এবং জলাশয় খনন করা হয়। কথা ছিল জলাশয়ের চতুর্দিকে সবজির চাষ হবে এবং জলাশয়ে মাছ চাষ হবে। জলাশয়ের জল চাষের কাজেও ব্যবহৃত হবে। এদিকে এলাকার চাষীদের অভিযোগ জলাশয়ের পাড় ভালো করে বাঁধানো হয়নি। সেই জন্য বাঁধের মাটি ধসে যাচ্ছে। আবার বাঁধের রাস্তাও চলাচলের অযোগ্য । অন্যদিকে জলাশয় খনন এবং বাঁধ সংস্কারের জন্য কত টাকা ব্যয় হয়েছে তার কোথাও উল্লেখ নেই বলে দাবি করেছেন চাষীরা। এর ফলে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন চাষীরা। আর তাদের এই অভিযোগকে সমর্থন করে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী বিজেপি। বিজেপির সাংগঠনিক জেলা সম্পাদক অভিজিৎ দত্ত কটাক্ষের সুরে বলেন,”বাঁধ সংস্কারের নামে আর্থিক তছরুপ করা হয়েছে, আর এই আর্থিক তছরূপের সাথে যুক্ত তৃণমূলের নেতারা। সেজন্যই খরচের টাকা কোথাও উল্লেখ নেই।”
যদিও কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বাঁধ সংস্কারের কাজে গাফিলতির অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এবং কৃষি ও সেচ বিভাগের জল সম্পদ উন্নয়ন ও অনুসন্ধান দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলে কত টাকা খরচ হয়েছে সেটাও জনসাধারণের কাছে তুলে ধরার ব্যবস্থা করার কথা জানিয়েছেন।