eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে খাদ্য আন্দোলনের শহীদদের স্মরণ

দুর্গাপুরে খাদ্য আন্দোলনের শহীদদের স্মরণ

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– ১৯৫৯ সালের খাদ্য আন্দোলনের শহীদদের স্মরণ করতে দুর্গাপুরে বিশেষ কর্মসূচি পালন করল দুর্গাপুরে এসইউসিআইসির কর্মীরা। পাশাপাশি ৯০ সালে ভাড়া বৃদ্ধি আন্দোলনের শহীদ কমরেড মাধাই হালদারকেও স্মরণ করা হয়।

উল্লেখ্য ১৯৫৯ সালে বাজার থেকে উধাও হয়ে যায় চাল ,গম ,আটা সহ নিত্যদিনের খাদ্য সামগ্রী। ফলে দেশে নেমে আসে দূর্ভিক্ষ। রাস্তায় রাস্তায় মানুষ ঘুরতে থাকে খাবারের জন্য। সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষক , শ্রমজীবী মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। ১৯৫৯ সালের ৩১শে আগস্ট কলকাতার রাজপথে নেমে প্রতিবাদে সরব হয় হাজার হাজার মানুষ। সেই জমায়েতকে ছত্রভঙ্গ করতে লাঠি চালায় পুলিশ। আর লাঠির ঘায়ে প্রাণ যায় আশি জনের। এরপর থেকেই প্রতিবছর ৩১শে আগস্ট দিনটি শহীদ দিবস হিসেবে পালন করে এসইউসিআইসি।

এদিন দুর্গাপুরের বেনাতিচি বাজারে এসইউসিআইসি’র এই বিশেষ কর্মসূচিতে অংশ নিয়ে এসইউসিআইসি পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য সুচেতা কুন্ডু বলেন, “৫৯ সালে কংগ্রেস আমলে বিধানচন্দ্র রায়ের মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রফুল্ল সেনের আদেশে কলকাতার রাজপথে খাদ্য আন্দোলনে আন্দোলনকারীদের ওপর পুলিশ অকথ্য অত্যাচার চালায়। শুধুমাত্র লাঠি পিটিয়ে আশিটি তাজা প্রাণ কেড়ে নেয়। এছাড়া ১৯৯০ সালে কলকাতায় ভাড়া বৃদ্ধি এবং মূল্য বৃদ্ধির আন্দোলনে বামফ্রন্ট সরকারের পুলিশ মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী জ্যোতি বসুর নির্দেশে গুলি চালায় নির্বিচারে। পুলিশের গুলিতে প্রাণ হারান মাধাই হালদার।” এদিন সুচেতাদেবী মাধাই হালদার এবং ৫৯ সালের খাদ্য আন্দোলনের শহীদদের স্মরণ করে বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে জনআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments