নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুর পুরনিগমের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং পুর প্রশাসক বোর্ডের সদস্য রাখী তেওয়ারির তত্বাবধানে শনিবার নবরূপে নির্মিত পুরনিগমের তথ্যকেন্দ্রে আয়োজিত করা হয়েছিল একটি মহতী রক্তদান শিবিরের। যেখানে ৪ জন মহিলা সহ মোট ৬০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টার শিবির থেকে রক্ত সংগ্রহ করে এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের স্বেচ্ছাসেবী সদস্যরা শিবির পরিচালনা করেন।
এদিনের এই বিশেষ শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, পুর প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জী, এডিডিএ’র চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় , এডিডিএ’র ভাইস চেয়ারম্যান কবি দত্ত, প্রাক্তন বিধায়ক ও মেয়র অপূর্ব মুখার্জী সহ অনান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শিবির শেষে আয়োজক সংগঠনের হাতে শংসাপত্র ও শুভেচ্ছা স্মারক তুলে দেন যথাক্রমে ডাঃ ইন্দ্রজিৎ মাজি ও রক্তদান আন্দোলনের নেতৃত্ব সুলতা দাস।