eaibanglai
Homeএই বাংলায়সপ্তম দুয়ারে সরকারে বিশেষ নজর, দুর্গাপুরে বৈঠক জেলাশাসকের

সপ্তম দুয়ারে সরকারে বিশেষ নজর, দুর্গাপুরে বৈঠক জেলাশাসকের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ব্যাপক সাফল্যের পর শুক্রবার, ১ সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে সপ্তম দফায় দুয়ারে সরকার শিবির। শনিবার রাজ্য সরকারের এই কর্মসূচি নিয়ে দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে সাংবাদিক বৈঠক করেন জেলা শাসক এস অরুণ প্রসাদ। এদিন তিনি জানান, এবারের দুয়ারে সরকার কর্মসূচি চলবে চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এই দফায় শিবিরটিকে দুটি পর্বে ভাগ করা হয়েছে।
প্রথম পর্বে ১ থেকে ১৬ সেপ্টেম্বর, বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন নেওয়া হবে শিবিরগুলি থেকে। আর ১৮ থেকে ৩০ সেপ্টেম্বর বিভিন্ন পরিষেবা প্রদান করা হবে। এই দফায় জেলায় মোট ২৪৬১ টি শিবিরের ব্যবস্থা করা হয়েছে। শিবিরে নজরদারি চালাবে জেলার প্রতিটি ব্লকের বিডিওরা, পাশাপশি মহকুমা শাসকরাও যাবেন পরিদর্শনে। সকল আবেদনকারীরা যাতে পরিষেবা পায় সেইজন্য প্রান্তিক এলাকাতেও করা হচ্ছে দুয়ারে সরকারের ক্যাম্প। গ্রাহকেরা http://ds.wb.gov.in এই ওয়েবসাইট থেকে নিকটবর্তী শিবিরের খোঁজ পাবেন। এই পর্যায়ে ৩৫টি সরকারি প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। পুরনো সব সরকারি প্রকল্প ছাড়াও নতুন চারটি প্রকল্পকে যোগ করা হয়েছে সপ্তম দফার কর্মসূচিতে। যার মধ্যে জেলার শিবিরগুলি থেকে নতুন দুটি প্রকল্প বার্ধক্য ভাতা ও পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার সুবিধা পাওয়া যাবে। নাগরিক সুবিধার্থে স্থায়ী এবং ভ্রাম্যমাণ দু’ধরনের শিবিরের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে ডিসেম্বর মাসে শুরু হয় দুয়ারে সরকার। এখন পর্যন্ত ৬বার করা হয়েছে দুয়ারে সরকারের শিবির। সরকারি তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত মোট ৪,৬৬,২৮৪টি ক্যাম্প থেকে সুবিধা নিতে এসেছেন ৯.৬৫ কোটির বেশি বাসিন্দা। এখন পর্যন্ত ৭.২০ কোটি বেশি পরিষেবা প্রদান করা হয়েছে। রাজ্য সরকারে এই কর্মসূচি রাষ্ট্রপতি পুরস্কার সহ একাধিক জায়গা থেকে স্বীকৃতি পেয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments