নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুজোয় যখন চারিদিক আলোয় ভাসে, সবাই আনন্দ করে তখন ওঁরা ডুবে থাকতো অন্ধকারে। আশেপাশের এলাকায় পুজো হলেও সে পুজোয় ব্রাত্যই থেকে যেত ওঁরা। কারণ ওঁরা যে যৌনকর্মী। তাই আর পাঁচজনের মতো শারদোৎসবের আনন্দ চেটেপুটে নিতে বছর কয়েক আগে নিজেরাই রাতীমতো কমিটি গড়ে পুজো করার উদ্যোগ নিয়েছিল দুর্গাপুরের কাদারোডের যৌনপল্লীর যৌনকর্মীরা। এবার পাঁচ বছরে পা দিল দুর্গাপুর দুর্বার দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো। বৃহস্পতিবার জন্মাষ্টমীর শুভ লগ্নে হয়ে গেল তাঁদের খুঁটি পুজো।
পুজো কমিটির উদ্যোক্তা তথা দুর্বার সমিতির সদস্য নীলকমল মিশ্র এদিন জানান, এ বছর তাদের পুজোর বাজেট এক লক্ষ আশি হাজার টাকা। কিছু সরকারি অনুদান মেলে। তবে বাকি টাকা যৌনকর্মীরাই সকলে মিলে দেন। এবার তাদের পুজোর থিম “আমরাই আমাদের পুজোর মুখ”। মূলত পুজো কমিটিগুলো সেলিব্রেটিদেরকে তাদের পুজোর মুখ বা প্রতিনিধি বানায়। কিন্তু যেহেতু যৌনকর্মীদের নিজস্ব উদ্যোগে এই পুজো, তাই তারাই এই পূজোর মূল স্তম্ভ। এই ভাবনা থেকেই এ বছরের থিমের ভাবনা । এছাড়াও এবারের পুজো মণ্ডপ থেকে পরিবেশ সচেতনতার বার্তাও তুলে ধরা হবে বলে জানান নীলকমল বাবু।




