নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– শীঘ্রই শুরু হতে চলেছে কুনুর নদীর উপরে সেতুর সংস্কারের কাজ, যার জেরে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পানাগড়-ইলামবাজার ১৪ নম্বর রাজ্য সড়কে সমস্ত রকমের যান চলাচল বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে জেলা প্রশাসন।ওই রুটে যাতায়াতকারী সমস্ত যানবাহনকে ওই নির্দিষ্ট সময়ে অন্য রুটে চালিত করা হবে। ওই রাস্তার সঙ্গে সংযোগকারী একাধিক রাস্তায় বিজ্ঞপ্তিও জারি করে গাড়ি চালকদের এনএইচ টু-বি অথবা এনএইচ ৬০ হয়ে যেতে পরামর্শ দেওয়া হবে। এছাড়া পথ চালতি মানুষের যাতাযাতের জন্য জন্য ব্রিজের উপর বিকল্প একটি ছোট অস্থায়ী পথ তৈরি করা হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।
প্রসঙ্গত কলকাতা, বর্ধমান ও বীরভূমের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম হল টু-বি জাতীয় সড়কপথ। এই পথ দিয়ে রোজ গড়ে ১৫-২০ হাজার যানবাহন চলাচল করে। প্রচুর সংখ্যক ভারী পণ্যবোঝাই যানবাহনও চলাচল করে। তাই কুনুর নদীর সেতুটিতে যানবাহনের চাপও খুব বেশি থাকে। বেশ কয়েকবার সেতু সংস্কারের কাজ হলেও বর্তমানে সেতু ও সেতু সংলগ্ন রাস্তার বেহাল হয়ে পড়েছে। সেতুর রক্ষনাবেক্ষনের দায়িত্বে থাকা পূর্ত দপ্তর এই সংস্কারের কাজ করবে।