eaibanglai
Homeএই বাংলায়ফলের আশা না করে কাজ করার মানে কী?

ফলের আশা না করে কাজ করার মানে কী?

সঙ্গীতা চৌধুরীঃ- ভালো কাজ করলে ফল সব সময় ভালো হবে আর খারাপ কাজ করলে ফল সব সময় খারাপ হবে আমরা এটাই ভেবে নিই। কিন্তু কখনো কখনো দেখা যায় আজীবন ভালো কাজ করে আসা মানুষরাও দুঃখ কষ্ট পান, কারণ হিসেবে বলা হয় তাদের পূর্ব জন্মের প্রারব্ধ কর্মফল, অর্থাৎ পূর্ব জন্মে তারা এমন কিছু করে ছিলেন যার ফল তারা সেই জন্মে ভোগ করতে পারেন নি সেই ফল তারাই এই জন্মে ভোগ করছেন ‌, কিন্তু সে ক্ষেত্রেও মানুষের মনে প্রশ্ন আসে যে এজন্যই তো আমি কোন পাপ করিনি তাহলে আমার ভালো কর্মের বিনিময়ে আমি কেন এই যন্ত্রণা ভোগ করছি? আর তখনই মনের মধ্যে কষ্ট তৈরি হয়! এই যন্ত্রণা কষ্ট থেকে বাঁচার উপায় একটাই যেটা অনেককাল আগে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে গিয়েছেন।

গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্ম করে যাও ফলের আশা করো না। একেই নিষ্কাম কর্ম বলা হয়, আর এই কাজ করলে কোন যন্ত্রনা হয় না, কোন কষ্ট হয় না বরং শান্তি পাওয়া যায়। কিন্তু অনেকের মনে প্রশ্ন আসতেই পারে ফলের আশা না করে কাজ করার মানে কী?

এরকমই একটি প্রশ্ন এক ভক্ত স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ কে করেছিলেন,‘
ফলের আশা না করে কাজ করার মানে কী ?’ মহারাজ তাকে বলেছিলেন,“মানে এই, কাজের ভাল ফল নিশ্চয় আমি আশা করব ৷ কিন্তু তা আমার নিজের জন্য নয় ৷ সে-ফল আমি ঈশ্বরকে সমর্পণ করে দেব —- ঈশ্বরার্থম্ ৷এই হচ্ছে নিষ্কাম কর্ম I”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments