eaibanglai
Homeএই বাংলায়রাধাষ্টমীর ব্রত মাহাত্ম্য শ্রবণেও বিষ্ণুলোকে বাস! শুনুন পরমপুণ্য প্রদায়িনী রাধাষ্টমী ব্রতের মাহাত্ম্য...

রাধাষ্টমীর ব্রত মাহাত্ম্য শ্রবণেও বিষ্ণুলোকে বাস! শুনুন পরমপুণ্য প্রদায়িনী রাধাষ্টমী ব্রতের মাহাত্ম্য কথা!

সঙ্গীতা চৌধুরীঃ- আজ ২৩ শে সেপ্টেম্বর আজ রাধারানীর জন্মদিন। আজকের দিনটিকে রাধাষ্টমী বলা হয়। এই কারণে আজকের দিন মধ্যাহ্ন পর্যন্ত অর্থাৎ দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকতে হয়। দুপুর ১২ টার পর ভগবানের আরতি করে তারপর রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণে ফুল দিয়ে তারপর ভগবানকে ধূপ দেখিয়ে প্রসাদ গ্রহণ করুন। আজকে আমি আপনাদের বলবো রাধাষ্টমী ব্রতর মাহাত্ম্য। আজকের দিনে পূর্ণ শ্রদ্ধা ও ভক্তির সাথে কেউ যদি রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে তার অশেষ ফল হয় একই সাথে কেউ যদি ভক্তিপূর্বক এই ব্রত মাহাত্ম্য শ্রবন করে তারও ফল লাভ হয়।

রাধাষ্টমীর বিশেষ মাহাত্ম্য

১। কোনো ব্যক্তি যদি ভক্তিপূর্বক রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে তার কোটি ব্রহ্ম হত্যার পাপ বিনষ্ট হয়।

২। শাস্ত্রে বলা হয় শ্রীমতি রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের গুরু বলে স্বীকার করেছিলেন তাই কেউ যদি ভক্তি ভরে রাধারানীর এই জন্মতিথি পালন করেন পর্বত সমান স্বর্ণ দান করলে যে ফল লাভ হয় সেই ফল তিনি প্রাপ্ত হন।

৩। রাধাষ্টমী ব্রত একবার পালন করলে সহস্র কন্যা দানের ফল প্রাপ্ত হয় মানুষ।।

৪। জ্ঞাত বা অজ্ঞাতসারে কেউ যদি আজ দুপুর বারোটা পর্যন্ত উপোস করে তারপর খাবার গ্রহণ করেন তাহলে
সহস্র একাদশী পালনের একশ গুণ ফল লাভ হয় ।

৫। রাধাষ্টমী ব্রত পালন করলে গঙ্গা আদি সকল তীর্থের ফল লাভ হয়, অশ্রদ্ধ বা অবহেলাতেও যদি কোনো ব্যক্তি এই ব্রত পালন করে তার কোটি কূল সহ সে বিষ্ণু লোকে বিরাজ করে।

৬। যে নারী রাধাষ্টমী ব্রত পালন করে না সে কোটিকল্প নরক বাস করে এবং কোনোভাবে পৃথিবীতে জন্ম নিলে তাকে বৈধব্য যাতনা ভোগ করতে হয়।

রাধারানীর কৃপা এতটাই প্রবল যে, যদি কেউ ভক্তিপূর্বক একবার এই রাধাষ্টমী ব্রত মাহাত্ম্য শ্রবন করেন তাহলে নিত্যকাল বৈকুণ্ঠলোকে বাস করার সৌভাগ্য অর্জন করবেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments