নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– শুক্রবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল শহর দুর্গাপুরের বুকে। ছেলেকে স্কুলে পৌঁছতে গিয়ে বাসের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম রাজিব সাহানা। দুর্ঘটনাটি ঘটে কোকওভেন থানা এলাকার সঞ্জীব সরণীতে।
ঘটনা সূত্রে জানা যায় এদিন সকালে নিজের স্কুটিতে করে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়া ছেলেকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন রাজিব সাহানা। প্রত্যক্ষদর্শীদের দাবি সেই সময় পিছন দিক থেকে আচমকা একটি স্কুলবাস রাজীববাবুর স্কুটিতে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর জখম হন রাজীববাবু। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল ও পরে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই স্কুল সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ ওই রাস্তাতে (সঞ্জীব সরণী) প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। সন্ধ্যের পর স্থানীয় দুটি মদের দোকানে আসা ক্রেতারা রাস্তার উপর গাড়ি রেখে দেয় তার জেরই যানজট ও দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান তারা।
অন্যদিকে দুর্ঘটনা ও উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোকওভেন থানার পুলিশ ও দুর্গাপুর মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ বাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি ঘাতক বাসটিকেও উদ্ধার করে পুলিশ। যদিও বাসের চালক দুর্ঘটনার পরই এলাকা ছেড়ে চম্পট দেয়।