নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– আন্তজার্তিক যোগা প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়ে শহরের নাম উজ্জ্বল করলেন দুর্গাপুরের দুই বাসিন্দা। ভিড়িঙ্গীর অরবিন্দ পল্লীর বাসিন্দা যোগা প্রশিক্ষক প্রায় ষাটের কোঠায় থাকা অঞ্জন ব্যানার্জি এবং তাঁর সুযোগ্যা শিষ্যা ষাটের কোঠায় থাকা স্টিল টাউন শিপের চন্ডীদাসের বাসিন্দা সোনালী দে।
ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে থাইল্যান্ডের ব্যাংককে গত ৮ থেকে ৯ সেপ্টেম্বর আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগা চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ দুর্গাপুরের এই দুই প্রতিযোগী ট্র্য়াডিশনাল যোগা বিভাগে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক জয় করেন । পুরুষ ও মহিলা বিভাগের দুটি ইভেন্টই ৫০-৬০ বছরের মধ্যে প্রতিযোগিতা হয়। অঞ্জন ব্যানার্জি এবং সোনালী দে দুজনেই এই দুটি প্রতিযোগিতায় অংশ নেন।
দুই জয়ী প্রতিযোগী শহরে ফিরতেই শহরে চরম উন্মাদনা সৃষ্টি হয় । দুই পদক জয়ীকে উষ্ণ অভ্যর্থনায় ভাসিয়ে দেয় শহরবাসী। অন্যদিকে তাঁদের এই জয়কে দেশ তথা রাজ্য এবং দুর্গাপুর বাসীর উদ্দেশ্য উৎসর্গ করেছেন বলে জানান অঞ্জন ব্যানার্জি এবং সোনালী দে। সেই সঙ্গে অঞ্জন ব্যানার্জি জানান, তাঁদের এই পদক জয়ের ক্ষেত্রে সব থেকে বেশী উৎসাহ ও সব রকম সাহায্য করে গেছেন দুর্গাপুর যোগাসনা স্পোর্টস এস্যোসিয়েশনের সভাপতি রমা প্রসাদ হালদার এবং তাঁর প্রতি কৃতজ্ঞ জ্ঞাপন করেন।