eaibanglai
Homeএই বাংলায়গরু বোঝাই ট্রাক আটক করল স্থানীয়রা

গরু বোঝাই ট্রাক আটক করল স্থানীয়রা

সংবাদদাতা,আসানসোলঃ– আপাতত গরু পাচার নিয়ে তোলপার রাজ্য রাজনীতি। গরু পাচার চক্রে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন শাসক দলের তাবড় নেতা থেকে বেশ কয়েকজন পদাধিকারী। বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। এরই মধ্যে রাজ্যে ফের গরু পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ। এমনই অভিযোগ তুললেন ঝাড়খণ্ড বাংলা সীমান্তের আসানসোলের জামুড়িয়ার নিঘা এলাকার মানুষ। বুধবার রাতে জামুড়িয়া থানার অন্তর্গত দু নম্বর জাতীয় সড়কের নিঘা পেট্রল পাম্পের কাছে একটি গরু বোঝাই ট্রাক আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। তাদের অভিযোগ ওই ট্রাকে করে গরু পাচার হচ্ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে ওই ট্রাক থেকে গাদাগাদি অবস্থায় মোট ৩১টি গরু উদ্ধার করা হয়েছে। তার মধ্য়ে ১৮টি গরু এবং ১৩টি বাছুর। গাদাগাদি করে গরুগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে বেশ কয়েকটি বাছুর মারা পড়েছে বলেও দাবি করেছেন স্থানীয়রা। যদিও পুলিশ সূত্রে জানা গেছে কয়েকটি বাছুর অসুস্থ হয়ে পড়েছিল। বুধবার রাতেই আসানসোলের জামুড়িয়া থানার শ্রীপুর এলাকা থেকে রানিগঞ্জের পঞ্জাবি মোড় ফাঁড়ি এলাকায় গরু বোঝাই ওই লরিটি নিয়ে যায় পুলিশ এবং স্থানীয় একটি গোশালায় গরুগুলিকে রাখার ব্যবস্থা করে।

ওই ট্রাকের চালক ও খালাসি পালিয়ে যাওয়ায় চালান সহ অন্য বৈধ নিথপত্র পুলিশের হাতে আসেনি। তবে কোথা থেকে গরুগুলি নিয়ে আসা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে পশ্চিমবঙ্গের নম্বর প্লেট লাগানো ট্রাকটি ঝাড়খণ্ড থেকে রাজ্যে ঢুকেছিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments