নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরের স্টিল টাউনশিপের এ-জোনে বিধান সরণি অর্থাৎ লিং রোডের কনিষ্ক বলয়ের কাছে রাস্তায় নামা ধস সারানোর কাজ চলছে শুক্রবার সারাদিন ধরে। স্থানীয় সূত্রে জানা গেছে সকালের দিকে রাস্তার পাশে তৈরি হওয়া একটি গর্ত বিকেলের পর বিশাল ধসের আকার নেয়। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।
অন্যদিকে এই ধস নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে শহর জুড়ে। শিল্পাঞ্চলের পাশেই কয়লাঞ্চল, সেখানে কয়লা উত্তোলনের ফলে ধসের ঘটনা প্রায়ই ঘটে থাকে। কিন্তু দুর্গাপুর শহরে বিগত দিনে ধসে নেমেছে বলে মনে করতে পারছেন না শহরবাসী। ফলে হঠাৎ করে খনি এলাকার মতোই বিশালাকার ধস কি করে নামল তা নিয়ে রীতিমতো ধন্দে শহরবাসী। শহরবাসীর মনে ঘোরাফেরা করছে নানা প্রশ্ন। কারো মতে ভারী যান চলাচালের জন্য ধসের ঘটনা ঘটতে পারে আবার কেউ কেউ মনে করছেন রাস্তার নিচে পাইপ লাইনের কাজ চলছে , তার থেকেই ধসের ঘটনা ঘটেছে।
প্রসঙ্গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইস্পাত নগরীর এ-জোনে কনিষ্ক মোড়ে আচমকায় রাস্তা জুড়ে বিশাল ধস নামে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ কর্মীরা। পৌঁছয় দুর্গাপুর নগর নিগম ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিকরারাও। তৎপরতার সঙ্গে এলাকা ঘিরে ফেলা হয় ও শুরু হয় ধস সারানোর কাজ।