নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রবিবার দুর্গাপুরের নির্মীয়মাণ নুতন কোর্ট বিল্ডিং পরিদর্শন করলেন সন্মানীয় জাস্টিস আই পি মুখার্জী ( জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশন ) ও হাইকোর্টের অন্যান্য সন্মানীয় বিচারক সহ জেলার বিশিষ্ট সম্মানীয় বিচারকেরা। পাশাপাশি নতুন আদালত ভবনের কাজ কেন থেমে আছে সে বিষয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের কাছে খোঁজখবর নেন বিচারক ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় ও তাড়াতাড়ি নতুন আদালত ভবনের কাজ সম্পন্ন করার কথা বলেন । জানা গেছে আর্থিক সমস্যার কারণে দুর্গাপুর মহকুমা আদালত ভবনের নতুন বিল্ডিংয়ের কাজ বন্ধ ছিল। সমস্যার কথা শুনে বিচারক এ বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানান। এছাড়া ভগ্নপ্রায় দুর্গাপুর মহকুমা আদালতের পুরনো বিল্ডিংটি পুজোর আগে যুদ্ধকালীন তৎপরতায় সারিয়ে ফেলার কথাও জানান তিনি। তিনি বলেন এই আদালত ভবনে প্রতিদিন বহু মানুষ আসেন, যাতে কোনও দুর্ঘটনা না ঘটে তাই অবিলম্বে কোর্ট বিল্ডিং সারিয়ে ফেলতে হবে।
এছাড়াও এদিন দুর্গাপুরের পুরাতন কোর্ট এলাকায় একটি স্বচ্ছ ভারত অভিযানে উপস্থিত হয়ে অভিযানে অংশগ্রহনকারীদের উৎসাহ প্রদান করেন বিচারক মণ্ডলী।