eaibanglai
Homeএই বাংলায়অবৈধ নির্মাণকারীকে প্রায় সাড়ে তেরো কোটি টাকার নোটিশ দিল আসানসোল পৌরনিগম

অবৈধ নির্মাণকারীকে প্রায় সাড়ে তেরো কোটি টাকার নোটিশ দিল আসানসোল পৌরনিগম

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– পুর এলাকায় অবৈধ নির্মাণের ক্ষেত্রে হাইকোর্টে বড়সড় সাফল্য পেল আসানসোল পৌর নিগম। হাইকোর্টের নির্দেশ মতো পুর এলাকায় এক অবৈধ নির্মাণকারীকে ১৩ কোটি ৩৯ লক্ষ ৪১ হাজার ৯১০ টাকা জরিমানার নোটিশ দিল পৌর নিগম।

জানা গেছে আসানসোল পুরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডের বাঘবন্দি এলাকায় প্রায় ১ লক্ষ ৩৪ হাজার বর্গফুটেরও বেশী এলাকায় বেআইনী ভাবে একটি কারখানা ও গুদাম তৈরি করার অভিযোগ উঠে আসানসোলের বাসিন্দা রেখা বার্ণওয়াল ও বিজয় কুমার বার্ণওয়ালের বিরুদ্ধে। বিষয়টি নজরে আসতেই ২০১৫ সালে ওই কারখানা মালিককে পুরনিগমের তরফে প্রতি বর্গফুটে এক হাজার টাকা অতিরিক্ত চার্জ ছাড়াও প্রতি বর্গফুটে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। পুরনিগমের ওই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন ওই কারখানার মালিক। গত ২৭ সেপ্টেম্বর সেই মামলার রায়ে বিচারপতি অমৃতা সিনহা আসানসোল পৌরনিগম কর্তৃক ধার্য টাকা ও জরিমানা আগামী ১৮ অক্টোবরের মধ্যে পরিশোধের নির্দেশ দেন। সেই নির্দেশ অনুসারে পুরনিগম কর্তৃপক্ষ গতকাল শনিবার টাকা পরিশোধের নোটিশ দিল রেখা বার্নওয়াল ও বিজয় কুমার বার্ণওয়ালকে।

এবিষয়ে আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বলেন, “মেয়র বিধান উপাধ্যায়ের নেতৃত্বে বর্তমান পুর বোর্ড অবৈধ নির্মাণের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আমরা হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছি। যারা শহরে অবৈধ নির্মাণ করছেন তাদের জন্য এটি একটি উপযুক্ত জবাব।” যারা অবৈধ নির্মাণ করছেন তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না বলেও এদিন পরিষ্কার করে জানিয়ে দেন ডেপুটি মেয়র।

অন্যদিকে পুরনিগমের আসানসোল, রানিগঞ্জ সহ একাধিক এলাকায় বড় মাপের অবৈধ নির্মাণের অভিযোগ রয়েছে। এইসব নির্মাণের ক্ষেত্রে আসানসোল পুরনিগমের জরিমানা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রেখা বার্ণওয়াল ও বিজয় কুমার বার্ণওয়ালের মতো অনেকেই হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। ফলে এই মামলার রায়ে পুরনিগম এলাকাক ওই সব অবৈধ নির্মাণকারীদের মধ্যে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments