নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– আজ ২ অক্টোবর, দেশ জুড়ে মর্যাদার সঙ্গেই পালিত হচ্ছে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। তিনি কেবল ভারতের ‘জাতির জনক’ নন। গোটা বিশ্বের কাছেই অহিংসার বার্তা পৌঁছে দিয়েছেন তিনি। তাই বিশ্ববাসীর কাছেও তিনি পরম পূজনীয় এক মনীষী। রাষ্ট্রসংঘের উদ্যোগে এই দিনটি পালিত হয় আর্ন্তজাতিক অহিংসা দিবস হিসাবে।
দেশ তথা রাজ্যের অন্যান্য জায়গার সঙ্গে সঙ্গে দুর্গাপুরেও যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে জাতির জনকের জন্মজয়ন্তী। এদিন বেনাচিতির পাঁচ মাথা মোড় এলাকায় গান্ধী মূর্তির পাদদেশে গান্ধী স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছিল পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেস। অনুষ্ঠানে গান্ধী মূর্তিতে মাল্যদান করে জতীর জনককে শ্রদ্ধা জ্ঞাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়, ইনটাক নেতা রানা সরকার সহ বিশিষ্টজনেরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সিকান্দার আলী,সুব্রত ঘোষ,সেবাদলের চেয়ারম্যান অমল হালদার,পূর্ণেন্দু পান্ডা,তুষার ঘোষ,মহিলা নেত্রী সঙ্গীতা ঘোষ প্রমুখ।
তরুণ রায় এদিন তার বক্তব্যে জাতির জনককে শ্রদ্ধা জানিয়ে বলেন, “গান্ধীজি হলেন দেশের যুব সম্প্রদায়ের পথ প্রদর্শক। দেশ স্বাধীনের এতো গুলো বছর পরেও এই মহান নেতার আদর্শ ও তাঁর বাণী আমাদের শুধু নয়, সারা বিশ্বের পিছিয়ে থাকা মানুষদের আজও অনুপ্রাণিত করে। তিনি ছিলেন কংগ্রেসের সব চেয়ে বড় নেতা। আজও তাই তাঁর ছবি সামনে রেখেই বর্তমান শাসক দল দেশ চালিয়ে যাচ্ছে।”