eaibanglai
Homeএই বাংলায়ইস্কো কারখানার ভিতর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার

ইস্কো কারখানার ভিতর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– আসানসোলের বার্নপুরে ইস্কো কারখানার একটি চৌবাচ্চা থেকে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। জানা গেছে তিন ধরে নিখোঁজ ছিল ওই যুবক। মৃত যুবকের নাম হায়দার খান ওরফে টিঙ্কু (৩৭)। বাড়ি হীরাপুর থানার বার্নপুরের করিমডাঙ্গাল মসজিদ সংলগ্ন এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ইস্পাত নগরীতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, কোন ভাবে ইস্কো কারখানার ভেতরে সিও এন্ড সিসি ডিপার্টমেন্টের অধীন ব্যাটারী সিওবি নঃ ০৮ ওয়ার্সের সংরক্ষিত এলাকায় ওই বড় চৌবাচ্চার মধ্যে পড়ে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় ওই যুবকের। মৃত্যুর সঠিক কারণ জানতে ভিসেরা ফরেনসিক পরীক্ষার জন্যও পাঠায় পুলিশ। তার রিপোর্ট এলে মৃত্যুর আসাল কারণ জানা যাবে। তার আগে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে, ওই যুবক গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যার সময় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। বাড়ির লোকেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার হদিশ পাননি। এরপর গত ১০ সেপ্টেম্বর ওই যুবকের বাবা ফারুক খান হীরাপুর থানার দ্বারস্থ হন। তারপরেও হায়দার খানের কোন খোঁজ পাওয়া যায়নি। এদিকে, শনিবার সকালে ইস্কো কারখানার ভেতরে সংরক্ষিত এলাকায় একটি বড় চৌবাচ্চার জলের মধ্যে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখেন কর্মীরা। পচেগলে যাওয়ায় মৃতদেহ থেকে দুর্গন্ধ বেরোচ্ছিলো। ওই বিভাগের এজিএম সঙ্গে সঙ্গে বিষয়টি হীরাপুর থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ও মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়। রবিবার সকালে মৃত যুবকের পরিজন দেহ সনাক্ত করে ও তাদের হাতে দেহ তুলে দেয় পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments