শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ- নিম্নচাপের টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাঁকুড়া জেলার একাধিক এলাকা। নাগাড়ে বৃষ্টিতে ফুঁসছে জেলার নদীগুলি। ইতিমধ্যেই কংসাবতী জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছে। অন্যদিকে দারকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পাওয়ায় জলের তলায় চলে গেছে একাধিক সেতু। বাঁকুড়া শহর লাগোয়া ভাদুল ও মীনাপুর সেতু ইতিমধ্যেই জলের তলায় চলে যাওয়ায় ওই দুটি সেতু দিয়ে পারাপার বন্ধ হয়ে গেছে। জলমগ্ন একাধিক এলাকা।
ভাদুল সেতু দিয়ে পারাপার বন্ধ হয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সোনাতপল, বালিয়াড়া, সুরপানগর, মালাতোড় সহ বহু গ্রাম। মীনাপুর সেতু দিয়ে পারাপার বন্ধ হয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাঁশি, আড়ালবাঁশি, ধলডাঙ্গা সহ বিভিন্ন গ্রাম। বৃষ্টি এখনো চলতে থাকায় দারকেশ্বরের জলস্তর আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে টানা বৃষ্টিতে বিদ্যালয়ে জল ঢুকে ছাতনা ব্লকের চন্ডীদাস বিদ্যাপীঠের পঠন পাঠন শিকেয় উঠেছে। বিদ্যালয় কক্ষ এবং প্রধান শিক্ষকের অফিস রুম ও শিক্ষকদের স্টাফ রুম সবই জলমগ্ন। বিদ্যালয়ের কক্ষ গুলির ভিতরে এক হাঁটু জল। এমন অবস্থায় ছাত্রছাত্রীদের পঠন পাঠন বন্ধ রয়েছে। একেই স্কুলের বিভিন্ন জায়গা থেকে চাঙ্গড় ভেঙে পড়ছে ও রড বেরিয়ে গিয়েছে, ছাদের যেখান সেখান থেকে জল চুঁয়ে চুঁয়ে পড়ছে। তার উপর নিম্নচাপের জেরে আরো বৃষ্টি হলে ভয়াবহ অবস্থা হওয়ার আশঙ্কা করছেন বিদ্যালয় কর্তৃপক্ষের।