সংবাদদাতা, বাঁকুড়াঃ- ক্যানেল থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ওন্দা থানার রতনপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় মৃত ওই মহিলার নাম ঝুনু ঘোষ। বয়স ২৪ বছর। স্থানীয় বাসিন্দারা রতনপুরের একটি ক্যানেলে ওই মহিলার মৃতদেহটি ভাসতে দেখেন তখনই খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। খবর দেওয়া হয় ওন্দা থানার পুলিশ কে। পুলিশের সহযোগিতায় স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি উদ্ধার করেন। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, এর আগেও তিনি কুয়োতে ঝাঁপ দিয়ে একবার আত্মহত্যার চেষ্টা করেন তারপর এই দুর্ঘটনা। তবে এবার ক্যানেলে ঝাঁপ দিয়ে ওই মহিলা আত্মহত্যা করেছে নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোন রহস্য পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ওন্দা থানার পুলিশ।