eaibanglai
Homeএই বাংলায়৪২ জন তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায, রইলো সস্পূর্ণ তালিকা

৪২ জন তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায, রইলো সস্পূর্ণ তালিকা

এই বাংলায় ওয়েব ডেস্ক:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শেষ করার পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের জন্য রাজ্যের ৪২ টি আসনের ৪২ জন প্রার্থীদের নাম ঘোষণা করেন ব্রিগেডের “জন গর্জন” সমাবেশ থেকে। অর্জুন সিং, মিমি, নুসরত সহ সাতজন বিদায়ী সাংসদ এ বার টিকিট পায়নি।

রইলো সস্পূর্ণ তালিকা

১) কোচবিহার : জগদীশ চন্দ্র বাসুনিয়া,
2) আলিপুরদুয়ার : প্রকাশ চিকবড়াই
৪) জলপাইগুড়ি নির্মল রায়
4) দার্জিলিং : গোপাল লামা
৫) রায়গঞ্জ : কৃষ্ণ কল্যানী
৬) বালুরঘাট : বিপ্লব মিত্র
৭) মালদা উত্তর : প্রসুন ব্যানার্জি
৮) মালদা দক্ষিণ : শানোয়াজ আলী রহমান
৯) জঙ্গিপুর : খলিলুল রহমান
১০) বহরমপুর : ইউসুফ পাঠান
১১)মুর্শিদাবাদ : আবু তাহের খান
১২) কৃষ্ণনগর : মহুয়া মৈত্র
১৩)রানাঘাট : মুকুটমণি অধিকারী
১৪)বনগাঁ: বিশ্বজিৎ দাস
১৫)ব্যারাকপুর: পার্থ ভৌমিক
১৬)দমদম : সৌগত রায়
১৭)বারাসাত: কাকলি ঘোষ দস্তিদার
১৮)বসিরহাট: হাজী নুরুল ইসলাম
১৯)জয়নগর: প্রতিমা মন্ডল
২০)মথুরাপুর : বাপি হালদার
২১)ডায়মন্ড হাবরা : অভিষেক ব্যানার্জি
২২)যাদবপুর : সায়নী ঘোষ
২৩)কলকাতা দক্ষিণ : মালা রায়
২৪)কলকাতা উত্তর :সুদীপ বন্দ্যোপাধ্যায়
২৫)হাওড়া :প্রসুন বন্দ্যোপাধ্যায়
২৬)উলুবেড়িয়া : সাজনা আহমেদ
২৭)শ্রীরামপুর : কল্যাণ বন্দ্যোপাধ্যায়
২৮)হুগলি : রচনা ব্যানার্জি
২৯)আরামবাগ : মিতালী বাগ
৩০)তমলুক : দেবাংশু ভট্টাচার্য
৩১)কাঁথি : উত্তম বাড়িক
৩২)ঘাটাল : দীপক অধিকারী
৩৩)ঝাড়গ্রাম : কালিপদ সরেন
৩৪)মেদিনীপুর : জুন মালিয়া
৩৫)পুরুলিয়া শান্তিরাম মাহাতো
৩৬)বাঁকুড়া : অরূপ চক্রবর্তী
৩৭)বর্ধমান পূর্ব : ডঃ শর্মিলা সরকার
৩৮) বর্ধমান উত্তর : কীর্তি আজাদ
৩৯)আসানসোল : শত্রুঘ্ন সিনহা
৪০)বোলপুর : অসিত কুমার মাল
৪১) বীরভূম: শতাব্দী রায়
৪২)বিষ্ণুপুর সুজাতা মন্ডল

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments