eaibanglai
Homeএই বাংলায়সৃষ্টিনগর ও ওডিসি ক্লাবের উদ্যোগে প্রথম ফাগুন উৎসব

সৃষ্টিনগর ও ওডিসি ক্লাবের উদ্যোগে প্রথম ফাগুন উৎসব

সংবাদদাতা, আসানসোল:-আসানসোল সৃষ্টিনগর ও ওডিসি ক্লাবের উদ্যোগে শনিবার সেনরেল রোডে আসানসোল সৃষ্টিনগরে ওডিসি ক্লাব লনে শনিবার ” ফাগুন উৎসব ” র আয়োজন করা হয়। এদিন সকালে এক অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে ফাগুন উৎসবের উদ্বোধন হয়। এই উৎসবে মোট ৩০টি স্টল রয়েছে। সেইসব স্টলে গৃহস্থালি ব্যবহারে বিভিন্ন জিনিস যেমন রয়েছে, তেমন মহিলারা নিজের হাতে তৈরি করেছেন এমন সামগ্রীও ছিলো। এছাড়া শিশুসহ নানা বয়সের মহিলাদের পোষাক ও খাবারের সম্ভারের স্টল ছিলো। এছাড়াও সকাল থেকে রাত পর্যন্ত বসে আঁকো প্রতিযোগিতা, ট্যালেন্ট সার্চ, মেহেন্দি কম্পিটিশন ও ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছিলো। যা ছিলো এই প্রতিযোগিতার অন্যতম মুল আকর্ষণ।

উদ্যোক্তাদের তরফে আসানসোল সৃষ্টিনগরের গ্রুপ হেড ( প্রোপার্টি ম্যানেজমেন্ট) বিনয় চৌধুরী, অঞ্জনা কাউর ও মধু ডুমরেওয়াল বলেন, এই প্রথমবার আসানসোলে ফাগুন উৎসবের আয়োজন করা হচ্ছে। এর আগে আসানসোলে এই ধরনের ফাগুন উৎসবের আয়োজন করা হয়নি। এই উৎসবে সৃষ্টি নগরের বাসিন্দা বা ওডিসি ক্লাবের সদস্যরা শুধু নন , বাইরের মহিলারা উৎসাহের সাথে অংশ নিয়েছেন। বিনয় চৌধুরী আরো বলেন, দীপাবলি উৎসবের মতোই ফাগুন উৎসবেরও আয়োজন করা হয়েছে। সামনে দোল ও হোলি উৎসব আসছে। প্রতি বছর এই উৎসবের আয়োজন করা হবে। অঞ্জনা কাউর ও মধু ডুমরেওয়াল বলেন, নারীরাই মুলতঃ এখানে স্টল বসিয়েছেন। আসল কথা হলো শুক্রবারই আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। সেই দিকটাকে লক্ষ রেখে নারীর ক্ষমতায়নের বিষয়টি মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments