নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- নির্বিচারে পেরেক পুঁতে হোডিং, টিনের বোর্ড লাগিয়ে যথেচ্ছ ভাবে ক্ষতি করা হচ্ছে দুর্গাপুর সহ সন্নিহিত অঞ্চলের রাস্তার দুধারে লাগানো গাছ গুলির।
বারে বারে সরকারি বিজ্ঞপ্তি জারি করেও বিশেষ লাভ হয়নি। তাই, রবিবারের সকালে, স্বামী বিবেকানন্দে’র জন্মদিন কে সামনে রেখে দুর্গাপুরের বিভাগীয় বনাধিকারিকের তত্বাবধানে বিষয়টি নিয়ে ময়দানে নামল “দুর্গাপুর স্নেক এন্ড ওয়াইল্ড লাইফ লাভারস” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
সংগঠনটির সদস্যরা এদিন শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একের পর এক গাছ থেকে পেরেক সহ বিজ্ঞাপন বোর্ড খুলে দেয়। এনিয়ে, এদিন শহরবাসীদের মধ্যে উৎসাহও ছিল চোখে পড়ার মতো। সংগঠনটির অন্যতম প্রধান কারিগর দেবাশিষ মজুমদার বলেন, “আজ থেকে শুরু হল আমাদের অভিযান। গাছ রক্ষা করার জন্য এ কাজ আমরা লাগাতার চালিয়ে যাব। যারা এই অন্যায় করছেন, তাদের বোঝানোর কাজও করে যাব”। দুর্গাপুরের বনবিভাগ, সংগঠনটির কাজের জন্য এদিন একটি গাড়ীর ব্যবস্থা করে দেয়। স্বেচ্ছাসেবীদের সাথে যোগ দেন তিন জন বন কর্মীও।