eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর ইস্পাত কারখানার ব্লাস্ট ফার্নেস এর দুর্ঘটনায় গুরুতর জখম ৫

দুর্গাপুর ইস্পাত কারখানার ব্লাস্ট ফার্নেস এর দুর্ঘটনায় গুরুতর জখম ৫

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- বারেবারে ঘটে চলেছে দুর্ঘটনা। দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতরে আজ দুপুরে ব্লাস্ট ফার্নেস এ আগুন ধরে এবং বিস্ফোরণ ঘটে। তাতে আহত হয়েছেন ৫ জন। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় একজনকে নিয়ে আনা হয় দুর্গাপুর মেন হাসপাতালে। অগ্নিদগ্ধ অবস্থায় জখম হয়েছেন দুই ঠিকা শ্রমিক, এক স্থায়ী কর্মী এবং দুইজন অফিসার বলে এখনো পর্যন্ত খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে সন্দীপ কুন্ডু এবং নাসির খান নামক দুইজন ঠিকা কর্মী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। গুরুতর জখম শ্রমিকদেরকে স্থানীয় মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
এই প্রথম বার নয়, এর আগেও বহুবার দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতর এই একই রকম ঘটনার স্বীকার হয়েছেন কারখানার কর্মরত কর্মীরা। কিন্তু তাতেও কোনো ভ্রুক্ষেপ নেই কারখানা কর্তৃপক্ষের। ঠিক এবারও একই ঘটনার সাক্ষী থাকল দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments