সংবাদদাতা, পুরুলিয়া:-
ট্রেনের ধাক্কায় মৃত্যু হল পূর্ণবয়স্ক হায়নার। বৃহস্পতিবার সকালে পুরুলিয়ার বাঘমুন্ডির সুইসার কাছে রেললাইন থেকে উদ্ধার হয়েছে হায়নাটির রক্তাক্ত দেহ। তার মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় বাসিন্দারা হায়নার দেহ পড়ে থাকতে দেখে কালিমাটি বিট অফিসের বনকর্মীদের খবর দেন। খবর পাওয়া মাত্র বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হায়নাটিকে উদ্ধার করে বিট অফিসে নিয়ে আসেন। বাঘমুন্ডি রেঞ্জের কার্যালয়ে নিয়ে গিয়ে ময়নাতদন্ত করা হয়। পুরুলিয়ার বাঘমুন্ডি লাগোয়া দক্ষিণ পূর্ব রেলের রাঁচি ডিভিশনের ঝাড়খণ্ডের মুরি-জামসেদপুর রেলপথের হুড়াপ গ্রাম অদূরে সুইসা কালিমাটি বিট এলাকায় ঘটনাটি ঘটে। খাবারের সন্ধানে হয়তো লোকালয়ে এসেছিল ওই হায়নাটি যার ফলে মৃত্যু হয়েছে বনকর্মীদের অনুমান। সারাদিন এই গুরুত্বপূর্ণ রেলপথ দিয়ে বহু দুরপাল্লার, গতিসম্পন্ন ট্রেনের যাতায়াত।বেশ কয়েকবার ঠিক এই পথেই ট্রেনের ধাক্কায় বন্যপ্রাণীদের মৃত্যু হয়েছে। ট্রেনের গতি যাতে নিয়ন্ত্রিত থাকে সে বিষয়ে বলা হলেও ফের দূর্ঘটনা। ভোররাতে হায়নার মৃত্যুতে তা আরও একবার প্রমাণ হল এই এলাকায় দ্রুত গতিতেই ট্রেন চলাচল করে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলি এই এলাকায় প্রচুর হায়না রয়েছে। পুরুলিয়া ডিভিশনের ডিএফও রামপ্রসাদ বদানা জানিয়েছেন, একটি পূর্ণবয়স্ক মহিলা হায়না ট্রেনের ধাক্কায় মারা গিয়েছে। পাহাড় থেকে সে খাবারের সন্ধানে নীচে নেমেছিল এবং রেললাইন পার হতে গিয়েই এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান।বিট অফিসার সাহেব মাহাত বলেন, হায়নাটির বয়স আনুমানিক ২৫ বছর হবে।