সংবাদদাতা, বাঁকুড়াঃ- জনসংযোগের এক নতুন কর্মসূচি নিল বাঁকুড়া জেলা বিজেপি নেতৃত্ব। বাঁকুড়া পৌরসভার অধীনে বসবাসকারী সকল সাধারণ মানুষ নিজেদের সমস্যা ও অভিযোগ সরাসরি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুভাষ সরকারকে জানাতে পারবে। তার জন্য বাঁকুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে হোয়াটসঅ্যাপ ও ইমেইল আইডি প্রদান করা হচ্ছে বাঁকুড়ার সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সভানেত্রী মনিকা দত্ত। এদিন বাঁকুড়া পৌরসভা এলাকার কমলারমাঠ সংলগ্ন এলাকায় দলীয় কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সেই প্রচার করলেন এবং তাদের হাতে তুলে দিলেন অভিযোগ জানানোর জন্য হোয়াটসঅ্যাপ নম্বর ও ইমেইল আইডি। সামনে পৌরসভা নির্বাচন তার আগে বিজেপির এই কৌশল কতটা কাজে আসবে তা তো সময় বলবে। দেবীপ্রসাদ চৌধুরী নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, আমাদের এই কলোনিতে প্রতিদিন আবর্জনা পরিষ্কার হচ্ছে না, সপ্তাহে একদিন হয় এবং জলও ঠিকঠাক ভাবে আসে না বলেও অভিযোগ করেন তিনি। এছাড়াও তিনি বলেন ভোট এসেছে এখন সবাই চমক দিচ্ছেন, এই করে দেবো সেই করে দেব। ভরসা করে ভোট দিচ্ছি কিন্তু সেরকম পরিষেবা পাচ্ছিনা। বাঁকুড়া জেলার মহিলা মোর্চার সভানেত্রী মনিকা দত্ত বলেন, সামনে পৌরসভা ভোট মানুষ কিছু চায় না, শুধু চায় একটু ভালো পরিষেবা, ভালো জল ব্যবহার করতে পারি, রাস্তা পথ-ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এই সমস্ত সুবিধা গুলোর জন্য মানুষ আমাদের ভোট দেয় সেগুলো হচ্ছে না। আমরা আশা করছি আগামী দিনে বিজেপি ক্ষমতায় এলে আমরা সেই পরিষেবাগুলি মানুষকে দেবো এবং মানুষের সেই অভাব পূরণ করব। তার জন্যই মানুষের কাছে আসা। তিনি বলেন বাড়ি বাড়ি গিয়ে মানুষের ভাল সাড়া পাচ্ছি। মানুষ চাইছিল নিজেদের অভাব অভিযোগ জানাতে আর সে মতোই আমরা এই পদক্ষেপ গ্রহণ করেছি। তবে বিজেপির এই কর্মসূচিতে কটাক্ষ করেছেন বাঁকুড়া পৌরসভার পৌর পিতা মহাপ্রসাদ সেনগুপ্ত তিনি বলেন, ভোটের পাখি বসন্তের কোকিলের মত ভোট হলেই উদয় হয়। আবার শীতকালে যেমন সাইবেরিয়ান পরিযায়ী পাখিরা আসে আবার শীতকাল শেষে উড়ে যায়, তেমনি ভোট হলেই পাখির মতো উড়তে উড়তে আসে ভোট শেষ হলে চলে যায়। এটা নিয়ে আমাদের বলার কিছু নেই মানুষই যা উত্তর দেওয়ার দেবে।