সংবাদদাতা,আসানসোলঃ- এবার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে জোর করে নির্মীয়মাণ সিমেন্ট কারখানার কাজ বন্ধ করে দেওয়া ও কর্মীদের মারধরের অভিযোগ উঠল। ঘটনা আসানসোলের দক্ষিণ থানার অন্তর্গত সাতাইসা এলাকার।
নির্মীয়মাণ সিমেন্ট কারখানার মালিক পবন গুটগুটিয়া বিষয়টি নিয়ে আসানসোল পৌরনিগমের দ্বারস্থ হয়েছেন। তিনি জানান এদিন সকালে হঠাৎ স্থানীয় কাউন্সিলর সঞ্জয় নানিয়া বেশ কিছু লোকজনকে নিয়ে কারখানায় কর্মরত লোকদের মারধর করে ও কাজ বন্ধ করে দেয়। পাশাপাশি পুলিশি নিস্ক্রিয়তারও অভিযোগ তোলেন তিনি। অন্যদিকে মারধরের কথা অস্বীকার করলেও কাজ বন্ধ করে দেওয়ার কথা স্বীকার নেন স্থানীয় কাউন্সিলর। কাউন্সিলর সঞ্জয় নানিয়া পাল্টা দাবি করেন কারখানায় কর্মরত ৪০ জন স্থানীয় শ্রমিককে ছাঁটাই করে বাইরে থেকে লোক এনে কারখানার কাজ করাচ্ছেন কারখানার মালিক। পাশাপাশি কারখানা সংলগ্ন জমিতে দীর্ঘদিন ধরে চাষবাস করেন জীবনযাপন করেন এলাকার বেশকিছু মানুষজন। কারখানা কর্তৃপক্ষ কারো সাথে কোনও রকম কথাবার্তা না বলে ওই চাষের জমি নিজেদের বলে ঘিরে নিচ্ছে। এরপরই ওই জমি হারা কৃষকরা ও ছাঁটাই হওয়া শ্রমিকরা তাঁর দ্বারস্থ হন বিষয়টি নিয়ে মিমাংসার জন্য। তাই এদিন তিনি সকলকে নিয়ে কাখানায় সামনে বিক্ষোভ দেখান ও ঠিকাদারকে কাজ বন্ধ রাখতে বলেন। কাউন্সিলরের সাফ কথা কারখানা মালিকের সঙ্গে আলোচনার পরই কাজ শুরু করা যাবে।
এদিকে কারখানার মালিক পবন গুটগুটিয়া এদিন বলেন, মুখ্যমন্ত্রী নিজে রাজ্যে শিল্পোদ্যোগের জন্য শিল্পপতিদের আমন্ত্রণ জানিয়েছেন ও নির্বিঘ্নে তাঁদের কাজ করার আশ্বাস দিয়েছেন। তা সত্বেও শাসক দলেরই কিছু মানুষের হস্তক্ষেপে হয়রানির শিকার হতে হচ্ছে তাঁদের। এদিনের ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে তিনি বলেন, এভাবে চলতে থাকলে আগামী দিনে আদৌ সিমেন্ট কারখানার কাজ সম্পূর্ণ করে উৎপাদন শুরু করা যাবে কিনা তা নিয়ে সন্দেহ যথেষ্ট সন্দেহ রয়েছে।