eaibanglai
Homeএই বাংলায়জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন উপলক্ষে রক্তদান শিবির

জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন উপলক্ষে রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- প্রতি বছর ২৮ ফেব্রুয়ারি দিনটি দেশজুড়ে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়। ১৯২৮ সালের এই দিনটিতেই প্রখ্যাত ভারতীয় পদার্থ বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামন, রামন এফেক্ট আবিষ্কার করেন। আর এই আবিষ্কারকে সম্মান জানিয়েই ২৮ ফেব্রুয়ারি দিনটি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়। এই আবিষ্কারের জন্য ১৯৩০ সালে চন্দ্রশেখর ভেঙ্কট রামনকে পদার্থ বিজ্ঞানে নোবেল প্রদান করা হয়।

আর দুর্গাপুরে এই দিনটিকে স্মরণ করে একটু অন্যভাবে পালন করল দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব কোঅর্ডিনেশন সোসাইটি। তাঁরা দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় বিবেকানন্দ হাসপাতালের ব্লাড সেন্টারে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিল। যেখানে ২জন মহিলা সহ মোট ১০ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

এদিন দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি ডাঃ সুজিত সরকার এই বিশেষ শিবিরের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব কোঅর্ডিনেশন সোসাইটির যুগ্ম সম্পাদক মৃত্যুঞ্জয় সামন্ত সহ অনান্য বিশিষ্ট ব্যক্তি বর্গ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments