eaibanglai
Homeএই বাংলায়মহাসমারহে পালিত হনুমান জয়ন্তী, মহিলাদের কলস যাত্রা

মহাসমারহে পালিত হনুমান জয়ন্তী, মহিলাদের কলস যাত্রা

সংবাদদাতা, অন্ডাল, আসানসোলঃ– আজ চৈত্র পূর্ণিমা তিথিতে সারা দেশ জুড়ে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। মন্দিরে মন্দিরে আয়োজন করা হয়েছে মহাভান্ডারের। বিভিন্ন জায়গায় বের হয়েছে শোভাযাত্রা । পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রতিধ্বনিত হচ্ছে সুন্দরকাণ্ড ও হনুমান চল্লিশার চৌপাই।

অন্যান্য বছরের মতো এবছরও পশ্চিম বর্ধমানের অন্ডালের শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে মহাসমারহে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তী উপলক্ষে মহিলাদের কলস যাত্রার আয়োজন করা হয়েছিল। যেখানে ২৭১ জন মহিলা অংশ্রগ্রহণ করেছিলেন। স্থানীয়দের উৎসাহে এই ধর্মীয় অনুষ্ঠান রূপ নেয় উৎসবে। তবে এই অনুষ্ঠান ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিয়ে সজাগ রয়েছে স্থানীয় প্রশাসন। অনুষ্ঠান স্থলে মোতায়েন করা হয়েছে পুলিশি বাহিনী। পাশাপাশি চলছে পুলিশের বিশেষ নজরদারি।

এদিন আসানসোলের কুলটিতেও মহা সমারোহে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। এদিন কুলটির কেন্দুয়া বাজার অঞ্চলে হনুমান মন্দিরে পুজা পাঠের সাথে নগর পরিক্রমার আয়োজন করা হয়েছিল। যেখানে ভক্তরা ঢাক ঢোল বাজিয়ে গৈরিক পতাকা হাতে নগর পরিক্রমা করেন। যেখানে শিব পার্বতী সেজে অংশ নেন ভক্তরা। মিছিলটি কেন্দুয়া বাজার বজরংবলি মন্দিরের সামনে থেকে শুরু হয়ে ছয় নম্বরগেট,বারোনম্বর লোকো লাইন, রাঁচিগ্রাম, পাথর খাদ, ইটাভাটা হয়ে পুনরায় কেন্দুয়াবাজারে এসে শেষ হয়। পুরো মিছিলটি শান্তি পূর্ণভাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান ও মিছিল ঘিরে পুলিশ প্রশাসনের কড়া নজরদারি রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments