eaibanglai
Homeএই বাংলায়মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে কর্মবিরতি, আলোচনায় বসার নির্দেশ হাইকোর্টের

মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে কর্মবিরতি, আলোচনায় বসার নির্দেশ হাইকোর্টের

সংবাদদাতা,বাঁকুড়াঃ– রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। এমনই অভিযোগে ও মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের প্রতিবাদে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে বৃহস্পতিবার সারা রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করছে সরকারি কর্মচারীদের একাংশ। এই আন্দোলন অংশ নিয়েছেন বাঁকুড়া জেলা আদালতের কর্মীরাও। এদিন তাঁরা আদালতের হাজিরা খাতায় সই করে আদালতের বারান্দায় কর্মবিরতি ও বিক্ষোভের শামিল হন। যার জেরে সমস্যায় পড়েন আদালতে বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষ।

প্রসঙ্গত কেন্দ্রীয় হারে ডিএ সহ একাধিক দাবিতে প্রায় দু’মাসেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। এরই মধ্যে গত ২৯ মার্চ রেড রোডের ধরনা মঞ্চ থেকে রাজ্য সরকারি কর্মচারীদের এই আন্দোলনকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,’চিরকুটে চাকরি পাওয়া চোর-ডাকাতরা ডিএ মঞ্চে গিয়ে বসে আছে’। মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েই এদিন কর্মবিরতির ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ।

অন্যদিকে, সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে এই আন্দোলনের মাঝেই বৃহস্পতিবার রাজ্য সরকারকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ১৭ এপ্রিল রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবের উপস্থিতিতে আলোচনায় বসার কথা সরকারি কর্মচারী সংগঠনের তিন সদস্যর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments