সংবাদদাতা, অন্ডালঃ- একটি সর্বভারতীয় ফ্যাশন প্রতিযোগীতায় অংশ নিয়ে ‘মিসেস ইন্ডিয়া আইকন ২০২২’ খেতাব জিতলেন অন্ডালের পুত্রবধূ সুস্মিতা সুনা দাস। খুশির হাওয়া অন্ডালের উখড়া গ্রামের রথতলা দাসপাড়ায়। এই এলাকার বাসিন্দা প্রাক্তন খনিকর্মী মুরলীধর দাসের ছেলে দিব্যেন্দু দাসের সঙ্গে ২০২০সালে বিয়ে হয় সুস্মিতার। কর্মসূত্রে দুজনেই বর্তমানে বেঙ্গালুরুতে থাকেন।
বছর ৩২এর সুস্মিতা আদপে ওড়িশার মেয়ে। এমবিএ ডিগ্রিধারী সুস্মিতা বেঙ্গালুরুতে একটি সংস্থায় হিউম্যান রিসার্চ নিয়ে কাজ করেন। কাজের পাশাপাশি গ্ল্যামার ও ফ্যাশন দুনিয়া নিয়ে সুস্মিতার আগ্রহ বহুদিনের। প্রথমে র্যাম্পে হাঁটেন একটি কর্পোরেট সংস্থা আয়োজিত ফ্য়াশন প্রতিযোগিতায়। সেই প্রতিযোগীতায় প্রথম হন সুস্মিতা। এর পর আর তাঁকে ফিরে তাকাতে হয়নি। আরও বড় প্রতিযোগীতার জন্য নিজেকে তিলে তিলে তৈরি করা শুরু করেন। তাঁর এই পরিশ্রম বিফলে যায়নি। একের পর এক সাফল্য ধরা দেয় তাঁর কাছে। চলতি বছরের অগস্টে সুস্মিতা অংশ নেন মিসেস বেঙ্গালুরু ফ্যাশন প্রতিযোগীতায়। দেশের বিভিন্ন শহরের পাঁচ হাজার প্রতিযোগী নিয়ে বেঙ্গালুরু শহরেই অনুষ্ঠিত হয় এই ফ্যাশন শো। সকল প্রতিযোগীকে পিছনে ফেলে ‘মিসেস বেঙ্গালুরু’ খেতাব ছিনিয়ে নেন সুস্মিতা। এরপর রাজ্য স্তরের প্রতিযোগীতা ‘মিসেস কর্নাটকা’ খেতাবও জেতেন অন্ডালের বধূ। চলতি বছরের সেপ্টেম্বরে রাজস্থানে আয়োজিত এই ফ্যাশন প্রতিযোগীতায় দেশের বিভিন্ন রাজ্য থেকে ৩০০ প্রতিযোগী অংশ নিয়েছিলেন। এরপর চূড়ান্ত পর্যায়ে ওয়াই এস ইন্টারন্যাশনাল ফ্যাশন উইক সংস্থা আয়োজিত ‘মিসেস ইন্ডিয়া আইকন ২০২২’ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় বেঙ্গালুরুতে,চলতি মাসের ২ তারিখ। ওয়াইল্ড কার্ড এন্টি নিয়ে এই প্রতিযোগীতায় অংশ নেন সুস্মিতা এবং দেশের বাছাই করা ৮০জন প্রতিযোগীকে পিছনে ফেলে ছিনিয়ে নেন সেরার খেতাব, ‘মিসেস ইন্ডিয়া আইকন’ মুকুট।
সুস্মিতার এই সাফল্যে উচ্ছ্বসিত তাঁর শ্বশুরবাড়ির লোকজন এখন ছেলে বৌমার বাড়ি ফেরার অপেক্ষায়। শ্বশুর প্রাক্তন খনিকর্মী মুরলীধর দাস জানান, বৌমা গুণবতী জানতাম, কিন্তু ফ্যাশনে তাঁর এই প্রতিভার কথা জানা ছিল না। তাঁর এই সাফল্যে আমরা সবাই খুশি।
অন্যদিকে সুস্মিতা জানান তিনি প্রাক্তন মিস ওয়ার্ল্ড সুস্মিতা সেনের ভক্ত। তাঁকে দেখেই ফ্যাশন ও গ্ল্যামার দুনিয়া নিয়ে তাঁর আগ্রহ তৈরি হয়। সুস্মিতা সেনের মতো তিনিও আগামী দিনে নিজেকে গ্ল্যামার ও ফ্যাশন দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চান বলে জানান।