eaibanglai
Homeএই বাংলায়ভরসন্ধ্যায় অন্ডালে শুটআউট, গুলিবিদ্ধ বাম নেতা

ভরসন্ধ্যায় অন্ডালে শুটআউট, গুলিবিদ্ধ বাম নেতা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- এবার ভর সন্ধ্যায় শুটআউটের ঘটনা পশ্চিম বর্ধমানের অন্ডালে। বাম নেতাকে লক্ষ্য করে চলল গুলি । সোমবার রাতে শুটআউটের ঘটনাটি ঘটে অন্ডালের সিদুলি সিপিআই পার্টি অফিসের কাছে। ঘটনায় গুলিবিদ্ধ হন বছর ৫১ বাম নেতা বুদ্ধদেব সরকার। তড়িঘড়ি তাকে উদ্ধার করে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বাম নেতার গুলিবিদ্ধ হওয়ার খবরে রাতেই হাসপাতালে পৌঁছয় সিপিএম দলীয় নেতৃত্ব। তাদের মধ্যে ছিলেন রানিগঞ্জের প্রাক্তন সাংসদ বংশ গোপাল চৌধুরী, সিপিআইএম জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার‌ সহ অন্যান্যরা।

অন্যদিকে শুটআউটের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় অন্ডাল থানা ও বনবহাল ফাঁড়ির পুলিশ এবং তাজা কার্তুজ উদ্ধার করে । ঘটনা প্রসঙ্গে জানা যায় এদিন সন্ধ্যে সাতটা নাগাদ সিদুলি এলাকার সিপিআই পার্টি অফিসের কাছে নিজের স্করপিও গাড়িতে উঠছিলেন বুদ্ধদেব সরকার, সেই সময় হঠাৎ করে বাইক নিয়ে কয়েকজন দুষ্কৃতী এসে এলোপাথাড়ি গুলি চালায় বুদ্ধদেব বাবুকে লক্ষ্য করে। মোট তিন রাউন্ড গুলি চলে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত বুদ্ধদেব সরকার এলাকায় বাম শ্রমিক সংগঠনের নেতা বলেই পরিচিত। তিনি বল্লভপুর পঞ্চায়েতের কর্মী হিসাবে কাজ করেন বলে জানা গেছে। স্থানীয় বাম নেতৃত্বের দাবি কোলিয়ারি বাম শ্রমিক সংগঠনের শক্তি বৃদ্ধি হওয়ায় তৃণমূলের শক্তিক্ষয় হচ্ছে। তাই শাসক দল এই হামলা চালিয়েছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তারা জানিয়েছে, এর সঙ্গে কোনও ভাবেই তৃণমূল জড়িত নয়।

অন্যদিকে গুলি চলার ঘটনা নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) কুমার গৌতম জানান, “তদন্ত শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি দোষী ব্যক্তিকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments