eaibanglai
Homeএই বাংলায়পঞ্চায়েত সদস্যকে প্রাণনাশের হুমকি

পঞ্চায়েত সদস্যকে প্রাণনাশের হুমকি

সংবাদদাতা,অন্ডাল : – তৃণমূল পঞ্চায়েত সদস্যকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল দলেরই এক কর্মীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার উখরা গ্রাম পঞ্চায়েতে।

উখরা গ্রাম পঞ্চায়েতের সদস্য জাকির হুসেনকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী মহম্মদ সমীরের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে মহম্মদ সমীরকে গ্রেফতারের দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল বের করে জাকির হুসেনের সমর্থকরা। মিছিলকে ঘিরে উত্তেজনা ছড়ালে উখড়া ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

পঞ্চায়েত সদস্য জাকির হুসেনর দাবি, মোহাম্মদ সমীর অকারণে ময়লা-আবর্জনা পরিষ্কার নিয়ে এলাকায় গন্ডগোলের সৃষ্টি করেছে। তিনি প্রতিবাদ করলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। জাকির আরও অভিযোগ করে বলেন মোহাম্মদ সমীর কয়লা লোহার মতো অবৈধ কাজে জড়িত, যার বিরোধিতা করাতেই তাকে হুমকি দেওয়া হচ্ছে। অন্যদিকে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন মোহাম্মদ সমীর। তিনি বলেন, ড্রেন পরিষ্কার করার পর দীর্ঘদিন ধরে রাস্তায় ময়লা-আবর্জনা পড়ে থাকায় জনগণকে অসুবিধায় পড়তে হচ্ছে। যেহেতু জাকির হুসেন একজন পঞ্চায়েত সদস্য, আমি ময়লা পরিষ্কার করার কথা বলেছিলাম, যার কারণে তর্ক হয়েছিল। ভিত্তিহীন অভিযোগ করে আমার মানহানি করা হচ্ছে। পাশাপাশি জাকির হোসেন নিজেই অবৈধ কাজ কারবারের সাথে যুক্ত বলেও দাবি করেন তিনি।

বিষয়টি নিয়ে ক্রমশ উত্তেজনা বাড়তে থাকায় থানায় অভিযোগ দায়ের হয়, যার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments