সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- অবৈধভাবেখনন এবং চালান ছাড়া গাড়ি চলাচলের অভিযোগ নিয়ে অন্ডালের বালি ঘাটে উত্তেজনা। বালী ব্যবসায়ীদের সঙ্গে বিবাদ বিজেপি নেতা কর্মীদের। ঘটনা বুধবার দুপুরের।
জানা গেছে পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের শ্রীরামপুর বালি ঘাটে অবৈধভাবে বালি খনন ও পাচারের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান বিজেপির ব্লক সভাপতি রাখাল চন্দ্র দাসের নেতৃত্বে বিজেপি কর্মীরা। রাখাল চন্দ্র দাস জানান, তাঁরা গিয়ে দেখেন বৈধ কাগজপত্র ছাড়াই বালি বোঝাই গাড়ি বার করা হচ্ছে। তিনি বলেন, “এখানে সরকারি টেন্ডার হয়েছে। কিন্তু নিয়ম মানা হচ্ছে না। আমরা চালান দেখতে চাইলে সেখানে থাকা লোকজন নানা অজুহাত দেখিয়ে পালিয়ে যায়। আর রাস্তায় সেই গাড়ি নিয়ে যাওয়ার জন্য পুলিশ সহ অনেককে ঘুষ দেওয়া হচ্ছে।”
এই নিয়ে দুপক্ষের মধ্যে বাদানুবাদ ও তর্কাতর্কি শুরু হয়। যা নিয়ে গোটা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে ও এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে পুরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।





