সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- ফুটবল খেলা নিয়ে মায়ের বকুনি, অভিমানে আত্মঘাতী স্কুল পড়ুয়া। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার ভাসকা গ্রামে। মৃত স্কুল পড়ুয়ার নাম সুজাতা বাউরি (১৫)।
পরিবার সূত্রে জানা গেছে, অন্ডাল স্কুলের নবম শ্রেণিতে পড়তো সুজাতা । স্কুলে এই সময় পরীক্ষা চলছে। তারই মধ্যে রবিবার সুজাতা জেদ ধরে যে, সে, সহপাঠীর সঙ্গে ফুটবল খেলতে যাবে। তাতে আপত্তি জানান পরিবারের সদস্যরা। বকুনি দেন সুজাতার মা। যা নিয়ে সুজাতার সঙ্গে তার মায়ের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এরপর রাত নটা নাগাদ সুজাতা দু-তিনবার বমি করে। তখন তার মা জানতে চায়, সে বমি কেন করছে? প্রথমে সুজাতা কিছু বলেনি। পরে সে বলে বাড়িতে রাখা উকুন মারার বিষ খেয়েছে। সঙ্গে সঙ্গে বাড়ির লোকেরা তাকে অন্ডালে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে তার প্রাথমিক চিকিৎসা করা হয়। এরপর তাকে আসানসোল জেলা হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন সোমবার সকালে তার মৃত্যু হয়।
স্বাভাবিক ভাবেই, এই ঘটনায় মৃত স্কুল পড়ুয়ার মা ও পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েন। তারা বুঝে উঠতে পারছেন না যে, সামান্য এই কথা নিয়ে সুজাতা বিষ কেন খেল!
এই ঘটনায় পুলিশের তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।


















