eaibanglai
Homeএই বাংলায়ধ্রুবতারা মিউজিক একাডেমীর বর্ষপূর্ত্তি

ধ্রুবতারা মিউজিক একাডেমীর বর্ষপূর্ত্তি

এই বাংলায় ওয়েব ডেস্কঃ- দুর্গাপুরের ধ্রুবতারা মিউজিক একাডেমীর তৃতীয় বর্ষপূর্ত্তি অনুষ্ঠান উপলক্ষ্যে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান আয়োজিত হয়েছিল ২৯মার্চ সন্ধ্যায়, ইস্পাতনগরীর নেতাজী ভবন প্রেক্ষাগৃহে। সংস্থার শিক্ষার্থী ও সদস্যদের সম্মেলক সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং উপস্থিত বিশিষ্টজনদের মাধ্যমে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলিত হয়।

সঙ্গীতাচার্য্য সম্মাননা প্রদান করা হয় উচ্চাঙ্গ সঙ্গীতগুরু বিমল মিত্র এবং রবীন্দ্রসঙ্গীতাচার্য্য বুদ্ধদেব সেনগুপ্তকে। এরপরে উচ্চাঙ্গসঙ্গীত, ভজন, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, আধুনিক বাংলা গান, লোকগীতি ইত্যাদি নানা আঙ্গিকের সঙ্গীত পরিবেশন করেন ধ্রুবতারার অধ্যক্ষ প্রণব মুখোপাধ্যায়, অতিথি শিল্পী স্বরূপ পাল, মণিকা চক্রবর্ত্তী, বাণী চট্টোপাধ্যায়, মালবিকা মিত্র, পঙ্কজ শ্রীবাস্তব প্রমুখ এবং একাডেমীর শিক্ষার্থীরা।সঙ্গীতকলা সম্মান প্রদান করা হয় ১০ জন সঙ্গীতশিল্পী, ১জন নৃত্যশিল্পী, ৮ জন যন্ত্রসঙ্গীত শিল্পী এবং ৬ জন বাচিক শিল্পী কে। এঁরা প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে অত্যন্ত প্রতিভাসম্পন্ন এবং সুপরিচিত। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দেবদাস সেন এবং ঋতুপর্ণা বিশ্বাস সরকার। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন প্রণব মুখোপাধ্যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments