eaibanglai
Homeএই বাংলায়মহিলা ভোট কর্মীদের প্রশিক্ষণ দিলেন জেলাশাসক

মহিলা ভোট কর্মীদের প্রশিক্ষণ দিলেন জেলাশাসক

সংবাদদাতা, আসানসোলঃ- আগামী ১৩ মে আসানসোল লোকসভা কেন্দ্রের নির্বাচন হবে। তারজন্য পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ইতিমধ্যেই নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। শনিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ডিএভি স্কুলে মহিলা ভোট কর্মী বা পোলিং পার্সেন ( পিপি) প্রশিক্ষণ দেওয়া দেওয়া জেলা প্রশাসনের তরফে। সেখানে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক ( ডিইও) এস পোন্নাবলম মহিলা ভোট কর্মীদের নির্বাচনের কাজ সম্পর্কে অবহিত করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পশ্চিম বর্ধমানে মহিলা ভোট কেন্দ্র বা পোলিং স্টেশন ২৪ টি। মহিলা ভোট কর্মীর সংখ্যা ২২২ জন।

পশ্চিম বর্ধমান জেলায় এবারের মোট ভোট কর্মীর সংখ্যা ১৩ হাজার ৩৫২ জন। ৩ হাজার ৩৩৮ জন করে প্রিসাইডিং অফিসার, প্রথম বা ফাস্ট পোলিং অফিসার, দ্বিতীয় বা সেকেন্ড পোলিং অফিসার ও তৃতীয় বা থার্ড পোলিং অফিসার রয়েছেন। পশ্চিম বর্ধমান জেলায় মহকুমা ও ব্লক ভিত্তিক ভোট কর্মী হলো — অন্ডাল ৯৯৬, বারাবনি ৭২৫, ফরিদপুর- দূর্গাপুর ৪২৮, জামুড়িয়া ৪৯৩, কাঁকসা ৫৬৬, পান্ডবেশ্বর ৯০২, রানিগঞ্জ ৪৬০, সালানপুর ১৭১৫, আসানসোল ৪৪৪৬ ও দূর্গাপুরে ২৬২১ জন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments